শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলামিছিলে এমপির হাতে পিস্তলের ঘটনা খতিয়ে দেখছে পুলিশ

মিছিলে এমপির হাতে পিস্তলের ঘটনা খতিয়ে দেখছে পুলিশ

বাংলাদেশ প্রতিবেদক: পিস্তল হাতে নিয়ে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর মিছিলে নেতৃত্ব দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।

তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশের জেলা বিশেষ শাখাকে (ডিএসবি) নির্দেশ দিয়েছি। অস্ত্রটি বৈধ না কি অবৈধ। কেন অস্ত্র প্রদর্শন করে মিছিল করেছেন। এসব বিষয় তদন্ত করে ডিএসবি আমাকে জানাবে। এরপর কী আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়, তা বলা যাবে।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের জেলা বিশেষ শাখার অতিরিক্ত সুপার আবু তৈয়ব মো. আরিফ বলেন, আমরা বিষয়টির খোঁজ নিচ্ছি।

এর আগে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত মিছিলে তাকে পিস্তল হাতে দেখা যায়। মিছিলের আয়োজন করে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ।

বিক্ষোভ মিছিলের একটি ভিডিও ‘মোস্তাফিজুর রহমান এমপি’ নামের একটি ফেসবুক আইডিতে পোস্ট করা হয়। তাতে দেখা যায়, ব্যানার নিয়ে মিছিল করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ব্যানারের সামনে রয়েছেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। একপর্যায়ে একটি হাত ব্যাগ থেকে পিস্তল বের করেন তিনি। ব্যাগটি বাঁশখালী উপজেলা ওলামা লীগের সভাপতি আকতার হোসাইনকে দিয়ে পিস্তল নিয়ে তিনি হাঁটতে থাকেন। মিছিলের সামনে থেকে লোকজন ও গাড়ি সরিয়ে দেন কয়েকজন পুলিশ সদস্য।

এ বিষয়ে জানতে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

তবে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতা বিএনপি নেতার বিচারের দাবিতে দেশব্যাপী প্রতিবাদ হচ্ছে। কিন্তু আওয়ামী লীগ অস্ত্রের রাজনীতিতে বিশ্বাসী নয়। এটি আমাদের আদর্শের পরিপন্থী।

এর আগে, নির্বাচন কর্মকর্তাকে মারধর এবং মুক্তিযুদ্ধ ও বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছিলেন এই সংসদ সদস্য।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments