জয়নাল আবেদীন: রংপুরে র্যালি ও আলোচনা সভায় মধ্যে দিয়ে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে । গতকাল সোমবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয় ।
র্যালিটি প্রধান সড়ক অতিক্রম করে পুরাতন সদর হাসপাতাল মিলনায়তনে এসে আলোচনায় সভার আয়োজন করে । রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ এ বি এম আবু হানিফ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ।
সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রবি শঙ্কর মন্ডল, ডেপুটি সিভিল সার্জন,ডাঃ রুহুল আমিন।সাহাবুল ইসলাম, আশরাফুল , সুবাহ তালফা,মাসুদ রানা , এবং ফরিদুল জুলফিজার ।