স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদী ঠাকুরবাড়ি সত্য নারায়ণ বিগ্রহ মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠান, লীলা কীর্তন ও মহাপ্রভূর ভোগ মহোৎসবের আয়োজন করা হয়েছে। দেশ মাতৃকার কল্যাণ ও বিশ্ব শান্তি কল্পে কলিযুগে জীবের মুক্তি কামনাশ ঈশ্বরদী বারোয়ারী হিন্দু সম্প্রদায় এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
মহানামযজ্ঞ অনুষ্ঠান ৪ঠা জুন অরুণোদয় হতে শুরু হয়ে ৭ জুন দিবাগত ভোরে শেষ হবে। এরপর ৮ ও ৯ জুন অনুষ্ঠিত হবে ষোল প্রহর ব্যাপী লীলা কীর্তন। ১০ জুন শনিবার মহাপ্রভূর ভোগ মহোৎসব শেষ হবে।
এরআগে ৩রা জুন শনিবার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে পূজা প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে।
লোকনাথ বাবার অনুষ্ঠান, মহানামযজ্ঞ অনুষ্ঠান, লীলা কীর্তন ও মহাপ্রভূর ভোগ মহোৎসবে সকলকে অংশগ্রহণের জন্য আয়োজকরা আমন্ত্রণ জানিয়েছেন।