মাসুদ রানা রাব্বানী: রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ইয়াবা- সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে ৮৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (৩ জুন) দিনগত রাতে চারঘাট থানাধীন ইউসূফপুর কান্দিপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার রেজাউল করিমের ছেলে মোঃ ইসমাইল হোসেন অরফে জয় (২২) ও নাটোর জেলার সদর থানার দস্তানাবাদ গ্রামের মোঃ রাজু আহম্মেদের ছেলে কে.এম ফয়সাল ইসলাম (২২)।
রবিবার বিকালে র্যাব-৫, রাজশাহীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এ ব্যপারে গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।