শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাইয়ার্ডে উল্টে গেল মালবাহী ট্রেনের বগি

ইয়ার্ডে উল্টে গেল মালবাহী ট্রেনের বগি

স্বপন কুমার কুন্ডু: সার্ন্টিং (সংযোজন) করার সময় লাইনচ্যুত হয়ে ঈশ্বরদী জংশনের রেল ইয়ার্ডে মালবাহি ট্রেনের খালি বগি (এমটি) পাশে উল্টে পড়েছে। এসময় ট্রেনের বগি থেকে চাকা বিচ্ছিন্ন হয়ে যায়। বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ২.৩০ মিনিটের দিকে ঈশ্বরদী জংসন স্টেশনের ইয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

স্টেশন মাষ্টার আসলাম হোসেন জানান, মালবাহি খালি বগি সার্ন্টিং করার সময় লাইনচ্যুত হয়ে উল্টে যায়। বিষয়টি রেলের উর্ধ্বতন প্রকৌশলীদের জানিয়েছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

উধ্বর্তন সহকারি প্রকৌশলী (পথ) বিএম বাকিয়াত উল্লাহ বলেন, মালবাহি ট্রেনের ৭টি এমটি বগি সান্টিং করা হচ্ছিল। এসময় হঠাৎ ট্রেনের পেছনের বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। উল্টে যাওয়া বগি উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে।

পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী (ডিইএন-২) বীরবল মন্ডল জানান, উল্টে যাওয়া মালবাহী বগি রিফিল ট্রেনের মাধ্যমে উঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মালবাহী বগি উল্টে গেলেও ঈশ্বরদীর সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments