শনিবার, মে ১৮, ২০২৪
Homeসারাবাংলাসাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাহমুদুল হাসান: সাতক্ষীরার তালা উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের পক্ষে দুর্যোগ ব্যাবস্থাপনা বিষয়ক দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) শিল্পকলা একাডেমী হলরুমে উপজেলা প্রশাসন আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এ মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মুল প্রশিক্ষণ ছিলেন ডিজাস্টার ম্যানেজমেন্ট ঢাকা এর প্রোগ্রাম কর্মকর্তা প্রবীর কুমার দাশ। তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি।

এ সময় খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটুসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments