মোঃ জালাল উদ্দিন: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ১৬ জুন ২০২৩ইং দুপুর ১২টার সময় শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর চৌমোহনাসংলগ্ন একটি মিলে বজ্রপাত হলে শিশুটি মারা যায়।
জানা যায়, বজ্রপাতে মারা যাওয়া শিশুর নাম ইমন (১২)। সে সাতগাঁও আলিসারকুল এলাকার মালেক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ইমন ওই মিলে কাজ করত। দুপুরে বৃষ্টির সময়ে মিলের খোলা জায়গা থেকে জিনিসপত্র সরানোর জন্য গেলে বজ্রপাতের শিকার হয়। পরে স্থানীয়রা ইমনকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হাসান।