সোমবার, অক্টোবর ১৪, ২০২৪
Homeসারাবাংলাসাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ও পথসভা

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ও পথসভা

বাংলাদেশ প্রতিবেদক: জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঈশ্বরদী সাংবাদিক কল্যান সংস্থার ব্যানারে শহরের রেলগেট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, দেশে সাংবাদিক নির্যাতন বেড়ে গেছে। বিচার না হওয়ায় এ ধরনের ঘটনার পূনরাবৃত্তি হচ্ছে। এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পরিকল্পনাকারী চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ হত্যাকান্ডে জড়িতদের দ্রুত বিচার আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিকরা। সংস্থার আহবায়ক কমিটির সদস্য সবুজ দেওয়ান সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন মাহফুজুর রহমান শিপন।

বক্তব্য রাখেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম রাজা, ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি আসাদুর রহমান বিরু, জাতীয় সাংবাদিক সংস্থার সাংগাঠনিক জেলার সভাপতি সালাউদ্দিন আহমেদ, ঈশ্বরদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শেখ মহসিন, সাংবাদিক সভাপতি রিফাজ বিশ্বাস লালন, সাংবাদিক হাফিজুর রহমান, কল্যান সংস্থার সদস্য আশরাফুল ইসলাম সবুজ, সাংবাদিক শিশির মাহমুদ, ইয়াসিন শেখ, উজ্জল প্রধান প্রমুখ।

মানববন্ধনে দৈনিক জনকন্ঠের ষ্টাফ রিপোর্টার তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, কল্যান সংস্থার সদস্যবৃন্দসহ ঈশ্বরদীতে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments