সোমবার, অক্টোবর ১৪, ২০২৪
Homeসারাবাংলাপাঁচবিবিতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাঁচবিবিতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রদীপ অধিকারী: জয়পুরহাটের পাঁচবিবিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধন করা হয়েছে। রোববার (১৮ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা ।

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর রেজাউল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিছির উদ্দিন, প্যানেল মেয়র নুর হোসেন, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, আয়মা রসূলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন প্রমুখ। উদ্বোধনী খেলাটি পাঁচবিবি পৌরসভা ও আওলাই ইউপির মধ্যে অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলাটি ১–১ গোলে ড্র হওয়াই ট্রাইব্রেকারে ৪-২ গোলে পাঁচবিবি পৌরসভা বিজয়ী হয়। খেলাটি পরিচালনা করেন জেলা রেফারী এসোসিয়েশনর সদস্য লোকমান হোসেন। খেলার ধারা বিবরণী দেন মোঃ মিজানুর রহমান মিজান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments