কায়সার হামিদ মানিক: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে র্যাব-১৫, এপিবিএন ৮ ও ১৬ এর যৌথ অভিযান চালিয়ে নয়জন আরসার সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
শুক্রবার র্যাব-১৫ এবং ৮ ও ১৬ এপিবিএন এর আভিযানিক দল ক্যাম্প-৮ ও ১০ এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,৮ নং ক্যাম্পের নুর মোহাম্মদ এর ছেলে মোহাম্মদ রফিক(২৭)আমির আলীর ছেলে মোহাম্মদ রহিম (২২)১০ নং ক্যাম্পের শাবত আলীর ছেলে জিয়াবুল (৩১)শামছুল আলম এর ছেলে ওমর ফয়সাল (২৭)সৈয়দ হোসেন এর ছেলে মোহাম্মদ ইলিয়াছ (৩৮)দিল মোহাম্মদ এর ছেলে হাফিজ আহমেদ (২৯)আবুল কাদেরের ছেলে মোঃ জুবায়ের (২৬)মৃত নিজাম উদ্দিন এর ছেলে মোঃ রফিক ছালাম (৩১)মৃত সিদ্দিক এর ছেলে মোহাম্মদ আয়াছ (৩৬)।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)অতিঃ পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান,শুক্রবার র্যাব-১৫ এবং ৮ ও ১৬ এপিবিএন এর আভিযানিক দল উখিয়া থানাধীন ক্যাম্প-০৮ও ১০ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে নয়জন আরসার সদস্যকে আটক করতে সক্ষম হয়।
উল্লেখ্য যে, ধৃত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কক্সবাজার উখিয়া থানার *১। মামলা নং ২৩, তাং-১২/১২/২০২২, ধারা ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৪৬/৩৩২/৩৩৩/৩৫৩, পেনাল কোড, ২। মামলা নং ৩৫ তাং ১৬/০৬/২০২৩, ধারা-৩০২/৩৪ পেনাল কোড, ৩। মামলা নং ২১, তাং ১০/০৬/২০২৩, ধারা-/৩০২/৩৪, ২০১৮ সালের পেনাল কোড এর ধারা মোতাবেক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আরসা সদস্যদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।