বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
Homeসারাবাংলাফুলবাড়ীতে ট্রলির ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু

ফুলবাড়ীতে ট্রলির ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু

পাভেল মিয়া: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় বাব ও ছেলের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে সাইকেলযোগে গঙ্গারহাট থেকে ফুলবাড়ী আসার পথে চাঁদের বাজারে পিছন দিক থেকে আসা শ্যালো ম্যাশিন চালিত ইট বোঝাই ট্রলির চাকা হঠাৎ বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাইসাইকেলে থাকা পিতা ও পুত্রকে ধাক্কা দিলে পিতা ও পুত্র মারাত্মক আহত হয়, পরের স্থানীয়রা দুইজনকে ফুলবাড়ী উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক পুত্র মাসুদ রানা (৯)কে মৃত বলে ঘোষণা করেন।

পিতা একরামুল হক (৪০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, ঘাতক ট্রলিটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments