বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
Homeসারাবাংলাব্যারিস্টার মওদুদ আহমদ স্মরণে দোয়া ও আলোচনা সভা

ব্যারিস্টার মওদুদ আহমদ স্মরণে দোয়া ও আলোচনা সভা

বাংলাদেশ প্রতিবেদক: সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ জুলাই) লন্ডনের তারা তারা রেস্তোরাঁয় এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রবাসী ইসমাইল সিরাজির সভাপতিত্বে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী ইমদাদুল হক তানিমের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী সাবেক সংসদ সদস্য হাসনা জসিম উদদীন মওদুদ।

এ সময় আরও বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেক, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুক্তরাজ্য গ্রেটার নোয়াখালী এসোসিয়েশনের সভাপতি আনোয়ার এইচ চৌধুরী, যুক্তরাজ্য চেম্বার অব কমার্সের সদস্য যুক্তরাজ্য গ্রেটার নোয়াখালী এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, এনফিল্ড বিএনপির সহ সম্পাদক মাইন উদ্দিন মাসুদ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে স্মরণ সভায় হাসনা মওদুদ সাম্প্রতিক সময়ে কোম্পানীগন্জে বিএনপি নেতা কর্মিদের উপর হামলা ও মামলার নিন্দা জানান।

স্মরণ সভায় বক্তারা স্বাধীনতার অন্যতম সংগঠক বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত মওদুদ আহমদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন,দেশের জন্য ও বিএনপি প্রতিষ্ঠায় তার অবদানের কথা শ্রদ্ধাভরে স্বরণ করেন। এ সময় বক্তারা আরও বলেন, নোয়াখালীর উন্নয়নে তার ছিল সব চেয়ে বেশি অবদান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments