স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীতে মোটরচালিত ভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তাসনিয়া লামিয়া (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যানচালক সহ আর ২ জন আহত হয়েছে।
রবিবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মুলাডুলি ফার্মগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাসনিয়া মুলাডুলি শেখপাড়া গ্রামের সুমন আলীর মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে মোটরচালিত ভ্যান যাত্রী নিয়ে মুলাডুলি বাজার হতে দাশুড়িয়া অভিমুখে যাওয়ার সময় ফার্মগেট এলাকায় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে বসে থাকা মা সাথি খাতুনের কোল থেকে ছিটকে পড়ে শিশু তাসনিয়া ঘটনাস্থলেই নিহত হয়। এসময় ভ্যানচালকসহ আরও ২ জন গুরুতর আহত হয়। খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিষ কুমার স্যান্নাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।