শনিবার, মে ১৮, ২০২৪
Homeসারাবাংলাদোয়ারাবাজারে বেড়িবাঁধ ভেঙে ৫ ইউনিয়ন প্লাবিত

দোয়ারাবাজারে বেড়িবাঁধ ভেঙে ৫ ইউনিয়ন প্লাবিত

বাংলাদেশ প্রতিবেদক: কয়েকদিনের টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পাঁচটি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। বেড়েই চলেছে সুরমা নদীসহ উপজেলা দিয়ে বয়ে যাওয়া চেলা, মরা চেলা, চিলাই, চলতি, কালিউরি, খাসিয়ামারাসহ সবকটি নদ-নদীর পানি। এতে মানুষের দূর্ভোগ বাড়ছে। বিশেষ করে নিম্নাঞ্চলের মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন।

সুনামগঞ্জের পাউবোর নির্বাহী প্রকৌশলী মো: মামুন হাওলাদার জানান, ভারতের চেরাপুঞ্জিতে ভারি বৃষ্টিপাত বন্ধ না হলে অচিরেই জেলার সকল উপজেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে।

এদিকে পাহাড়ি ঢলের তোড়ে রোববার (২ জুলাই) রাতে উপজেলার চিলাই নদীর রাবারড্যাম সংলগ্ন ক্যাম্পেরঘাট এলাকায় বেড়িবাধ ভেঙে যাওয়ায় বগুলাবাজার ইউনিয়নের ক্যাম্পের ঘাট, আন্দাইরগাঁও, বগুলা, চান্দেরঘাট, সোনাচড়া, নোয়াগাঁও, রামনগর, তেরাকুড়ি ও কান্দাগাঁওসহ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে।

বেড়িবাঁধ ভেঙে ঢলে ওই এলাকার আবুল কালামের একটি আধাপাকা টিনশেডের ঘরসহ কয়েকটি ঘর ভেঙে যায়। অন্যদিকে সুরমা নদীর উপচেপড়া ঢলের তোড়ে দোয়ারাবাজার-সুরমা, টেংরাটিলা-মহব্বতপুর সড়কের শরিফপুর সাইডিংঘাট এলাকায় রাস্তায় হাটু সমান পানির স্রোতে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রাস্তা তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলা সদরের সাথে নরসিংপুর, বাংলাবাজার, বগুলাবাজার, লক্ষীপুর ও সুরমা ইউনিয়নসহ বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ। বন্যার পানিতে তলিয়ে গেছে রবিশস্যসহ শত শত হেক্টর আমনের বীজতলা।

দোয়ারাবাজারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ মোর্শেদ মিশু জানান, বন্যা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে দূর্যোগ মোকাবেলায় আশ্রয়কেন্দ্র খোলার পাশাপাশি ত্রাণ বিতরণসহ আমাদের মনিটরিং টিম গঠন করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments