মোঃ শাহীন আলম: লালমনিরহাটের হাতীবান্ধায় সানিয়াজান নদীর পাড়ে খেলতে গিয়ে সিনহা (০২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাতের দিকে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের সানিয়াজান নদীতে এঘটনাটি ঘটে।নিহত শিশু সিনহা দোয়ানী গ্রামের বিশাদ আলীর মেয়ে।
এলাকাবাসীর সুত্রে জানা যায় , শিশুটির বাবা-মা তাকে নিয়ে ঈদের দাওয়াত খেতে নানা বাড়ি ফকিরপাড়ার ইউনিয়নের সানিয়াজান নদীর রাবার ড্রাম এলাকায় আসেন। সেখানে অন্য শিশুদের খেলতে দেখে, সে ও পাশে থাকা শিশুদের সাথে খেলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে পরিবারের স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর সানিয়াজান নদীতে ওই শিশুর লাশ ভেসে ওঠে।
ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের ৮ ওয়ার্ডের ইউপি সদস্য জালাল উদ্দিন বলেন,ওই শিশুটি তার বাবা-মা সহ নানার বাড়িতে ঈদের দাওয়াত খেতে আসেন। এরপর অন্য শিশুদের সাথে খেলতে গিয়ে সে নদীতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তার লাশ নদী থেকে উদ্ধার করা হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন।