অমর চাঁদ গুপ্ত: দিনাজপুরের ফুলবাড়ীতে মাত্র একদিনের ব্যবধানে ৪০০ থেকে ৪৫০ টাকা কেজির কাঁচা মরিচের দাম নেমেছে প্রকারভেদে ১৮০ থেকে ২০০ টাকায়। তবে ৩ থেকে ৪ দিনের ব্যবধানে আলুর দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৩ টাকা।
মঙ্গলবার (৪ জুলাই) ফুলবাড়ী পৌর এলাকার পাইকারী ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, গত সোমবার (৩ জুলাই) পাইকারী বাজারে কাঁচা মরিচ বিক্রি হয়েছে প্রতিকেজি ৩৫০ টাকা থেকে ৩৭০ টাকা দরে। একই মরিচ খুচরা বাজারে বিক্রি হয়েছে প্রতিকেজি ৪০০ থেকে ৪৫০ টাকা কেজিদরে। তবে মাত্র একদিনের ব্যবধানে গতকাল মঙ্গলবার (৪ জুলাই) পাইকারী বাজারে প্রকার ভেদে ১৫০ থেকে ১৭০ টাকা কেজিদরে বিক্রি হয়েছে। আর খুচরা বাজারে বিক্রি হয়েছে প্রকার ভেদে ১৮০ টাকা থেকে ২০০ টাকা কেজিদরে। কাঁচা মরিচের দাম কমে আসায় ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ফুলবাড়ী পৌর বাজারে কাঁচা বাজার করতে আসা কাঁটাবাড়ী গ্রামের আসাদুল ইসলাম বলেন, কাঁচা মরিচের দাম কমে আসায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। দাম না কমলে বেশির ভাগ মানুষের পক্ষে এতো চড়া দামে কাঁচা মরিচ কিনে খাওয়া সম্ভব হতো না।
গৃহবধূ কল্পনা রানী বলেন, কাঁচা মরিচের দাম বাড়ার জন্য কয়দিন কাঁচা মরিচ কেনা সম্ভব হয়নি। আমরা নি¤œবিত্ত পরিবারের মানুষ। এতো চড়া দামে কাঁচা মরিচ কিনে খাওয়া কোনোভাবেই আমাদের পক্ষে সম্ভব ছিল না। তবে দাম কমে আসায় আমাদের জন্য স্বস্তি হয়েছে। উপজেলা শিবনগর ইউনিয়নের লক্ষণপুর গ্রামের মরিচ চাষী আব্দুল মান্নান বলেন, বাজারে কয়দিন থেকে কাঁচা মরিচের দাম চড়া হওয়ায় চাষ করা ৩১ কেজি মরিচ বিক্রি করতে এনেছেন। কিন্তু বাজারে এসে দেখেন দাম অর্ধৈকে নেমে এসেছে। এজন্য বাধ্য হয়ে ১৬৫ টাকা কেজিদরে ৩১ কেজি কাঁচা মরিচ বিক্রি করেছেন।
পৌর বাজারের খুচরা সবজি বিক্রেতা রাজু আহম্মেদ, শ্যামল চন্দ্র সাহা ও হারুন উর রশীদ বলেন, ঈদের আগের দিন প্রকারভেদে কাঁচা মরিচ ১৬০ থেকে ২০০ টাকা কেজিদরে বিক্রি হলেও ঈদের পরদিন থেকে আকস্মিকভাবে ৩৩০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হয়। সিন্ডিকেটে জন্য কাঁচা মরিচের দামের এমন অবস্থার সৃষ্টি হয়েছে। ভারত থেকে মরিচ আমদারি শুরু হবে এমন সংবাদের পরপরই কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। মাত্র একদিনের ব্যবধানে দাম অর্ধৈকে নেমে এসেছে। তবে সিন্ডিকেট ভাঙ্গতে না পারলে প্রত্যেকটি পণ্যের দাম যখন তখন বেড়ে যাবে। তবে বাজারে কাঁচা মরিচের আমদানি খুব বেশি না হলেও দাম স্বাভাবিক রয়েছে।
এদিকে কাঁচা মরিচের দাম অর্ধৈকে নেমে আসলেও ৪ দিনের ব্যবধানে আলুর দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৩ টাকা। পাইকারী পর্যায়ে দাম বৃদ্ধি হওয়ায় খুচরা বাজারেও দাম বেড়েছে বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়িরা। এদিকে ঈদের আগের দিন বুধবার (২৮ জুন) ফুলবাড়ী পৌরসভার খুচরা বাজারে আলু বিক্রি হয়েছে কাঠিনাল আলু ২৫ টাকা, সাদা আলু ৩৫ টাকা, শীল বিলাতি আলু ৩২ টাকা, গোল বিলাতি আলু ৩৫ টাকা কেজি দরে। কিন্তু ৪ দিনের ব্যবধানে গতকাল মঙ্গলবার (৪ জুলাই) কাঠিনাল আলু ৩৫ টাকা, সাদা আলু ৪৫ টাকা, শীল বিলাতি আলু ৪৫ টাকা, গোল বিলাতি আলু ৪৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আলু বিক্রেতা নওশাদ হোসেন ও শাহ জামাল বলেন, পাইকারী বাজারে বেশি দামে আলু কিনতে হচ্ছে বলেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। পাইকারী ব্যবসায়ী আমজাদ হোসেন, ও কালুকান্ত দত্ত বলেন, কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক হওয়ায় পাইকারী ও খুচরা বাজারে কাঁচা মরিচের দাম অর্ধৈকে নেমে এসেছে। তবে আলুর সরবরাহ না থাকায় মোকাম থেকেই বেশি দামে আলু কিনতে হচ্ছে বলেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। কেউ অযৌক্তিকভাবে মূল্যবৃদ্ধি করেন তবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।