অতুল পাল: ঈদুল আযহার ছুটি শেষে গত রবিবার থেকে সরকারি অফিসের কার্যক্রম শুরু গতকাল মঙ্গলবার পর্যন্ত অনুপস্থিত রয়েছেন বাউফল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হক। তিন ঈদের আগের চার কর্মদিবসও অফিস করেননি বলে অফিস সূত্রে জানা গেছে। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারও তার অনুপস্থিতির কারণ বলতে পারছেন না। এমনকি তিনি ফোনও ধরছেন না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বেচ্ছাচারিতা এবং দুর্নীতি নিয়ে এর আগেও একাধিক জাতীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হলেও অজানা খুঁটিরর জোরে তিনি সবকিছু ম্যানেজ করে বহাল তবিয়তেই রয়েছেন।
আজ মঙ্গলবার (৪ জুলাই) বেলা সারে ১২টার দিকে সরেজমিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গিয়ে দেখা যায়,অফিসের একাডেমিক সুপার ভাইজার নুরনবী, হিসাব রক্ষক মোঃ জাহিদুর রহমানসহ অন্যরা উপস্থিত থাকলেও মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক অনুপস্থিত। তার কক্ষ তালাবাদ্ধ। এ সময় অফিসের হিসাব রক্ষক জাহিদুর রহমান জানান, স্যার ছুটিতে আছেন বলে আমি জানি। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের এক কর্মচারী বলেন, মাধ্যমিক স্যার ঈদের আগের চার দিন অফিস করেননি। আবার ঈদের পর তিন দিন পর্যন্ত অফিসে আসেননি। উনি ছুটিতে আছেন কিনা তাও জানিনা।
তিনি আরো বলেন, তিনি নিয়মিত অফিস করেন না। তিনি সপ্তাহে দুই দিন অফিস করেন। বাকী দিনগুলো অনুপস্থিত থাকেন। আবার যে দুই দিন উপস্থিত থাকেন সে দুই দিনের অধিকাংশ কাজ বাসায় বসে করে থাকেন। নাজমুল হকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংশ্লিষ্ট অফিসের এক কর্মচারী মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগও দায়ের করেছিলেন। ওই ঘটনার পর বাউফল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হকের স্বেচ্ছাচারিতা এবং দুর্নীতি নিয়ে বেশ কয়েকটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদনগুলো প্রকাশ হলে প্রায় তিন মাস পূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পদের এক কর্মকর্তা সরেজমিন তদন্ত করলেও আজ পর্যন্ত তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই অফিসের এক কর্মচারী জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হকের হাত অনেক লম্বা। তিনি সব কিছু ম্যানেজ করেই চলেন। অফিসের হিসাব রক্ষক জাহিদুর রহমান তাকে সার্বিক উৎসাহিত করছেন বলেও অভিযোগ উঠেছে। পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মজিবর রহমান বলেন, নিয়মানুযায়ী লিখিতভাবে ছুটি নেওয়ার কথা থাকলেও তিনি মৌখিকভাবে আমার কাছ থেকে এক দিনের ছুটি নিয়েছেন। একদিনে ছুটি নিয়ে সাত দিন ছুটি কাটায় কীভাবে? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, খোঁজ নিয়ে দেখছি।