সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩
Homeসারাবাংলানাবালিকা প্রেমিকার সাথে জোর করে বিয়ে, ২ ঘণ্টা পর আত্মহত্যা

নাবালিকা প্রেমিকার সাথে জোর করে বিয়ে, ২ ঘণ্টা পর আত্মহত্যা

বাংলাদেশ প্রতিবেদক: রাতের বেলায় প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে বাড়ির পাশে এলাকাবাসীর হাতে ধরা পড়া। পরে তার অমতেই বিয়ে। এতে লোকলজ্জা আর অভিমানে বিষপানে আত্মহত্যা করেছেন এক তরুণ।

অভিযোগ উঠেছে, সপ্তম শ্রেণির ছাত্রী ওই মেয়েটির সাথে বাড়ির পাশে দেখা করতে গিয়ে আটক হওয়ার পর স্থানীয় প্রভাবশালীরা তাদের বিয়ে দেন। এর দুই ঘণ্টা পরই বিষপান করেন ওই তরুণ।

শুক্রবার দিবাগত রাতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিহত ওই তরুণের নাম সাগর (২২)। তিনি মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের চরবামুন্দি গ্রামের কাশেম মোল্যার ছেলে। সাগর কৃষিকাজ করতেন। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, স্থানীয় ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্যের সপ্তম শ্রেণিতে পড়া ১৩ বছরের মেয়ের সাথে প্রায় একবছর যাবত প্রেমের সম্পর্ক ছিল সাগরের। মাঝেমধ্যে তারা গোপনে মিলিত হতো। গত বৃহস্পতিবার রাতে তারা দু’জন একান্তে দেখা করার সময় স্থানীয়রা তাদের ধরে ফেলে। খবর পেয়ে উভয় পরিবারের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্যরা সেখানে হাজির হন। এরপর বিচার-সালিশ ষে গভীর রাতে ধর্মীয়মতে সাগরের সাথে তার নাবালিকা প্রেমিকের বিয়ে দেয়া হয় এবং সাদা কাগজে স্বাক্ষর রেখে রাত ৩টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়।

স্থানীয় বাসিন্দা রওশন মিয়া (৬৫) বলেন, রাতে সাগর ও য়েটি ধরা পড়ার পরে চেয়ারম্যান ও অভিভাবকেরা মিলে তাদের বিয়ে দেয়। তখন সাগর বলে, ‘তোমরা জোর করে মার বিয়ে দিতেছো, সকালে কিন্তু আর আমারে পাবান নানে।’ তখন ছেলের বাবা কাশেম বলেন, ‘আগে বিয়েতো হোক, তারপরে দেখা যাবেনে।’

সাগরের বাবা কাশেম মোল্লা বলেন, ‘আমি রাতে ঘুমানোর আগে আমাদের ইউপি চেয়ারম্যানের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ছেলের হাত-পা বাঁধা। শুনতে পেলাম আমার ছেলেকে এক মেয়ের সাথে ধরে বেঁধে রেখেছে। আমি তখন চেয়ারম্যান ও স্থানীয় বাদশা খানকে বলি, আপনারা দশজনে যেটা ভালো মনে করেন সেটাই করেন। আমার কোনো আপত্তি নাই।’

এ ব্যাপারে জানতে মেয়েটির বাবা মুন্নাফ শেখ ও তার স্ত্রী আর্জিনা বেগমের বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

তবে সাগরের মৃত্যুর পর বিষয়টি ধামাচাপা দিতে নানাভাবে চেষ্টা চালানো হয়। আর সাগরের সাথে নাবালিকার বাল্য বিয়ের কথাও বেমালুম চেপে যায় সকলে।

এ ব্যাপারে মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবির উদ্দিন শেখ বলেন, পারিবারিক কলহের জের ধরে সাগর আত্মহত্যা করেছে বলে জেনেছি। তবে নিহত সাগরের সাথে কারো প্রেম-বিয়ের বিষয়টি সম্পর্কে কিছু জানি না। আমি কোনো সালিশ দরবারও করিনি।

এ ব্যাপারে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে।

যতটুকু জানতে পেরেছি সাগর নামের ওই ছেলেটির সাথে ওই ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের সদস্য একজন ভাইস চেয়ারম্যানের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। এর জের ধরে সে আত্মহত্যা করেছে বলে শুনেছি। তবে কোনো অভিযোগ পাইনি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তপূর্বক সত্যতা প্রমাণিত হলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments