শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩
Homeসারাবাংলাফুলবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত ৫৪ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ

ফুলবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত ৫৪ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ

অমর চাঁদ গুপ্ত: নর্থ বেঙ্গল কিন্ডার গার্টেন এ- প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শাখার উদ্যোগে গতকাল শনিবার (১৫ জুলাই) উপজেলার বৃত্তিপ্রাপ্ত ৫৪ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। সকাল ১১টায় স্থানীয় সেলফওয়ে রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ চত্বরে আয়োজিত বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল কিন্ডার গার্টেন এ- প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি ফুলবাড়ী উপজেলার শাখার সভাপতি মো. আনিসুর রহমান।

নর্থ বেঙ্গল কিন্ডার গার্টেন এ- প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি ফুলবাড়ী উপজেলার শাখার সদস্য সচিব সহকারী অধ্যাপক মোকাররম হোসেন বিদ্যুতের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল কিন্ডার গার্টেন এ- প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ কিন্ডার গার্টেন শিক্ষা বোর্ডের সচিব মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের দপ্তর সচিব মো. লুৎফুল্লাহ। শেষে বৃত্তিপ্রাপ্ত উপজেলার ৫৪ শিক্ষার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।

এ সময় নর্থ বেঙ্গল কিন্ডার গার্টেন এ- প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি ফুলবাড়ী উপজেলার শাখার আওতাভুক্ত কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ সুধিজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২২ সালের ২০ ডিসেম্বরের অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ২০৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ২০ জন ট্যালেন্টপুলে এবং ৩৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। এই বৃত্তিলাভকারি ৫৪ শিক্ষার্থীকে সনদপত্র বিতরণ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments