বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
Homeসারাবাংলানেশার টাকা যোগাতে সরিষাবাড়ীতে ছাগল চুরি

নেশার টাকা যোগাতে সরিষাবাড়ীতে ছাগল চুরি

মাসুদূর রহমান: জামালপুরের সরিষাবাড়ীতে নেশার টাকা যোগাতে ছাগল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ জুলাই) দুপুরে পিংনা উচ্চ বিদ্যালয় মাঠে ছাগল চুরি হয়। শনিবার(১৫ জুলাই) দুপুর ৩ টায় ছাগল চুরির বিষয়ে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর।

খোজ নিয়ে জানা যায়, পিংনা ইউনিয়ের ২ নং ওয়ার্ডের গোপালগঞ্জ এলাকার মস্তুর ছেলে দীর্ঘদিন ধরে নেশায় জড়িত হয়েছে। আর এই নেশার টাকা যোগাতে বিভিন্ন জায়গায় চুরির পেশায় জড়িত হয়ে যায় । গত শুক্রবার পিংনা টাউন পাড়া এলাকার মরহুম মিনহাজ আলীর ছেলে মজিবরের ছাগল চুরি হয় । পরে তিনি বিভিন্ন জায়গায় খোজ খবর নিয়ে পিংনা হাটে গেলে তার ছাগলটি এক ব্যবসায়ীর কাছে দেখতে পায়। পরে তিনি অই ব্যবসায়ীকে ছাগলের বিষয়টি নিয়ে চাপ প্রয়োগ করলে ছাগল ব্যবসায়ী চুরের নাম দেলোয়ার বলে দেয় । পরে সেই চুরকে ধরে এনে গণধোলাই দেয় স্থানীয় জনতা । এদিকে দেলোয়ারের পরিবার খবর পেয়ে বিষয়টি সমঝোতার সবার কাছে মাফ চেয়ে ছাগল চুরির বিক্রি টাকা ছাগল ব্যবসায়ীকে দিয়ে মজিবরকে ছাগল দিয়ে দেয়। এদিকে দেলোয়ারের বাবা মস্তু মাস্তান গফরগাঁও এলাকা থেকে এসে ১৯৯৮ সালে শুশুড় বাড়ী পিংনায় আশ্রয় নেয়। তিনি এরপর তারাকান্দি গেট পাড় এলাকায় মুরগির ব্যবসা করত। আর সেখান থেকেই তিনিও চুরির পেশায় জড়িত হয়। মোবাইল চুরি করতে গিয়ে ধরা খেয়েছিল বলে অনেকেই জানিয়েছেন।

এদিকে স্থানীয় এলাকা বাসী পরিবার সহ সবার খোজ খবর নিয়ে এই চুরকে গ্রেফতারের মাধ্যমে জেল হাজতে প্রেরণ এর দাবী জানিয়েছে।

একই এলাকার এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, দেলোয়ার নেশাগ্রস্ত। ছাগল চুরির টাকা ওর বাবা মস্তু ছাগল ব্যবসায়ীকে দিয়ে দিছে। তবে দেলোয়ারের ভাই আশরাফুল নাকি ক্যাডার । এ ছাড়াও ভুয়া সাংবাদিক। জীবনে কোনদিন নিউজ দেখি নাই। ফেসবুকে পোস্ট দেয় খালি। ওর ভাই ছাগল চুর। আশরাফুল নিজেও মানষিক ভাবে অসুস্থ৷ মাথায় সমস্যা আছে।

বিষয়টি নিয়ে ছাগল মালিক মজিবর জানান, ছাগল চুরি হয়েছিল। পিংনা হাটে ছাগল দেখতে পেয়ে নিতে গেলে এক ছাগল ব্যবসায়ী ছাগল নিতে বাধা দান করে। পরে জানলাম মস্তুর পোলা ছাগল চুরি করেছিল। বিষয়টি আমি মেম্বার সহ অনেককে জানানোর পর ছাগল পেয়েছি। মস্তু আমার চাচার কাছে মাফ চাইছে।

পিংনা ইউনিয়নের ইউপি সদস্য জামাল উদ্দিন বলেন, শুনেছি মস্তুর ছেলে আশরাফুলের ভাই দেলোয়ার ছাগল চুরি করেছিল। পরে ছাগলের মালিক ছাগল নিয়ে গেছে ৷

অপরদিকে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর শনিবার দুপুর ৩ টায় মুঠোফোনে জানান, বিষয়টি আমি অবগত না। তবে বিষয়টি খোজ খবর নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি৷

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments