মিজানুর রহমান বাদল: মানিকগঞ্জের সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো. আওলাদ হোসেন(৪৫) নামের এক ব্যবসায়ীর ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অপর যাত্রী।
নিহতের নাম ব্যবসায়ী মো. আওলাদ হোসেন(৪৫)। গুরুতর আহত হলেন মো. সাদেক আলী (৩৫)। ঘটনাটি ঘটেছে, শনিবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেওলী এলাকায়। নিহতের বাড়ী মানিকগঞ্জ সদর উপজেলার ভাঙ্গাবাড়ি বালিরটেক গ্রামে। সে ওই গ্রামের হাকিম আলী বেপারির ছেলে। আহত সাদেক আলী একই উপজেলার বালিবন গ্রামের জোনাব আলীর ছেলে।
নিহতের ছোট ভাই আল আমিন জানান,আওলাদ হোসেন নিজ বাড়ি হইতে শনিবার দুপুরে ব্যবসায়ী উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে সাভারস্থ হেমায়েতপুর যাওয়ার উদেশ্যে বের হন। সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ ইউনিয়নের দেওলী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে হলে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হন। অপরজন গুরুতর আহত হন।
আহত সাদেক আলীকে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে উপ-পরিদর্শক মো.সুমন মিয়া বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বলেন,নিহতের লাশ সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।