আহম্মদ কবির: সুনামগঞ্জে তাহিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাহিদুর রহমান ও দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
সুনামগঞ্জ পুলিশের মিডিয়া সেল এর তথ্যসুত্রে জানাযায়,আজ( ৬আগস্ট)রবিবার বেলা ২টার সময় সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে,পুলিশ সুপারের কনফারেন্স হল রুমে,এ সংবর্ধনা দেওয়া হয়।
বিদায়ী সংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বিদায়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার সাহিদুর রহমান ও বিদায়ী থানা অফিসার ইন-চার্জ (ওসি) দেবদুলাল ধর কে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন,পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।এসময় তিনি সুনামগঞ্জ জেলায় কাজের অবিজ্ঞতা বিদায়ীরা আগামী দিনের চলার পথ সুগম করবে বলে আশাবাদ ব্যক্ত করেন,এবং তাদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন থানার অফিসার ইন-চার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগন।
উল্লেখ্য যে তাহিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাহিদুর রহমান সুনামগঞ্জ জেলা হতে সিলেট জেলার গোয়াইনঘাট সার্কেলে হিসাবে বদলি হয়েছেন,এবং দোয়ারাবাজার থানার অফিসার ইন-চার্জ(ওসি)দেবদুলাল ধর সুনামগঞ্জ জেলা হতে সিলেট জেলায় বদলি হয়েছেন।