প্রদীপ অধিকারী: জয়পুরহাট সদর ও পাঁচবিবি এ দুই উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন জয়পুরহাট-১ নির্বাচনী এলাকা। পূর্বে এ আসনটি বিএনপি’র দুর্গ হিসেবে পরিচিত ছিল। কিন্তু গত প্রায় ১৫ বছরে এ আসনটি আওয়ামীলীগের দখলে থাকায় তৃণমূল থেকে জেলা র্পযন্ত সংগঠনটি অনেক শক্তিশালী হয়েছে। বর্তমানে ক্ষমতাসীন আওয়ামীলীগ অতীতের চেয়ে অনেক বেশি শক্ত অবস্থানে থাকলেও বিএনপি তার নিজেদের দুর্গকে পূনরুদ্ধার করতে চায়।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কার দখলে থাকবে এ আসনটি তা জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে ভোটের দিন পর্যন্ত। জয়পুরহাট সদর ও পাঁচবিবি নিয়ে জয়পুরহাট-১ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪২ হাজার ৬০৭ জন। পুরুষ ভোটার ২ লাখ ২০ হাজার ৫১২ জন ও মহিলা ভোটার ২ লাখ ২২ হাজার ৮৯ জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার ৬ জন। জয়পুরহাট-১ আসনটি স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামীলীগের দখলে থাকলেও ১৯৭৫ সালে দেশের পট পরিবর্তনের পর তা দখল নেয় বিএনপি। দীর্ঘদিন থেকে এ আসনে আ’লীগের প্রার্থী ছিলেন প্রবীণ নেতা আব্বাছ আলী মন্ডল। তিনি ১৯৮৬ সালে এমপি নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে আব্বাস আলী মন্ডল ৪৮০ ৯১ ভোট পেলেও মাত্র ৭৪ ভোটের ব্যবধানে বিএনপি’র তরুণ সাংসদ প্রয়াত গোলাম রব্বানীর কাছে পরাজিত হন তিনি। গোলাম রাব্বানী পেয়েছিলেন ৪৮ হাজার ১শ ১৬ ভোট। আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মরহুম আব্বাস আলী খাঁন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট পান ৪৩ হাজার ৩শ ৮ ভোট পেয়ে হন তৃতীয়।
এরপর ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত একটানা ভাবে এ আসনটি দখলে রাখে বিএনপি। ১৯৯১ সালে এ আসনে বিএনপি প্রার্থী হিসাবে জয়লাভ করেন প্রয়াত গোলাম রব্বানী। ১৯৯৬ সালে ৭ম জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে যখন আওয়ামীলীগের জয়জয়কার তখনও জয়পুরহাট-১ আসনটিতে বিএনপি প্রার্থী জয়লাভ করেন। ২০০৮ সালের নির্বাচনে জয়পুরহাট-১ আসনে আওয়ামীলীগের প্রার্থী অধ্যক্ষ খাজা সামছুল আলমকে ৩৪ হাজার ভোটে পরাজিত করে বিএনপি’র প্রার্থী তৎকালীন জেলা বিএনপির সভাপতি মরহুম মোজাহার আলী প্রধান সংসদ সদস্য নির্বাচিত হন । এ সকল নির্বাচনের ফলাফলকে ধরে বিএনপি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হিসাব করছে।
২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামীলীগের প্রার্থী তৎকালীন জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সামছুল আলম দুদু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। গ্রামে গ্রামে বিদ্যুৎ সংযোগ প্রদান, রাস্তাঘাট সংস্কার ও মেরামত সহ নানা উন্নয়ন মূলক কাজের জন্য জেলায় আওয়ামীলীগের ভোট বৃদ্ধি পেয়েছে বলে মনে করছে আওয়ামীলীগ। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে বড় দুই দলের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী মাঠে গনসংযোগ শুরু করেছেন পুরোদমে। বিএনপি’র ঘাঁটি হওয়ার কারনে ধানের শীষ প্রতীক পাওয়া গেলেই এমপি হওয়া যায় এটি যেমন বিএনপির নেতা-কর্মীদের আকৃষ্ট করে, তেমনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়া যাচ্ছে এমন ধারনা জেকে বসেছে আওয়ামীলীগ তথা মহা জোটের নেতা-কর্মীদের মধ্যে। যার কারনে জয়পুরহাট-১ আসনে আওয়ামী লীগ ও বিএনপি’র সাম্ভাব্য প্রার্থীর তালিকায় নতুন মূখের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ আসনে সম্ভাব্য প্রার্থীরা জনসংযোগ চালানোর পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের সাথে লবিংও করেছেন মনোনয়নের আশায়। ক্ষমতাসীন আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এবং পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র এ্যাডভোকেট সামছুল আলম দুদু।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি তার নির্বাচনী এলাকায় যথাযথভাবে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছেন পুনরায় মনোনয়ন পাওয়ার আশায়। জেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট আগামী নির্বাচনে প্রার্থী হতে চান। তার বাবা মরহুম আব্বাস আলী মন্ডল সাবেক এমপি ও সদর উপজেলা চেয়ারম্যান ছিলেন। তাছাড়া তার পিতা আওয়ামীলীগের দুর্দিনের কান্ডারী ছিলেন। সে কারনে তিনি এমপি মনোনয়ন পাওয়ার দাবীদার বলে জানান। এছাড়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, জয়পুরহাট প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সাবেক জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি নিজে আগামীতে প্রার্থী হওয়ার জন্য জেলার বিভিন্ন স্থানে জনসংযোগ করে যাচ্ছেন। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন মন্ডল তিনিও নিজেকে প্রার্থী হিসাবে ঘোষনা দিয়ে জনসংযোগ করে চলছেন।
অপরদিকে জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী তিনি দলের মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। কেন্দ্রীয় আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা তার নিজ বাড়ী জয়পুরহাটে হওয়ায় তিনিও প্রার্থী হতে পারেন। জয়পুরহাট পৌরসভার বর্তমান মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, পাঁচবিবি পৌরসভার বর্তমান মেয়র হাবিবুর রহমান হাবিব ও জয়পুরহাট সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম তারাও নিজেদের এমপি প্রার্থী হিসাবে ঘোষনা দিয়ে এলাকায় কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে অনেকেই এলাকায় পোষ্টার লাগিয়ে এলাকাবাসীর দোয়া চেয়েছেন। অনেকে আবার ফেসবুক এর মত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারনা চালাচ্ছেন। তবে সকল প্রার্থীরা শেষ পর্যন্ত দলীয় প্রধান যে সিদ্ধান্ত দিবেন তা মেনে চলবেন বলে জানিয়েছেন ।
গত ১৪ বছর জেলায় দৃশ্যমান উন্নতি না হলেও দলের শীর্ষ পর্যায়ের কতিপয় নেতা-কর্মীর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে নিয়োগ ব্যানিজ্য, টেন্ডারবাজি, ক্ষমতার দাপট খাটিয়ে মাদক ব্যবসায় আধিপত্য বিস্তার,সরকারি পুকুর লিজ দেয়ার নাম করে দলীয় কর্মীদের টাকা আত্মসাৎসহ নানা বিতর্কিত কর্মকান্ডের মাধ্যমে ‘আঙ্গুল ফুলে কলা গাছ’ হওয়ায় দলের অধিকাংশ নেতা-কর্মীরাই ক্ষুব্ধ। দল থেকে মূখ ফিরিয়ে এখন তাদের অনেকেই নিষ্ক্রিয়। দল সম্পর্কে তারা বিরুপ ধারণা পোষণ করলেও লুটপাট ব্যাণিজ্যের সাথে সম্পৃক্ত নেতা- কর্মীদের নাম বলতে তারা নারাজ। তবে সাম্প্রতিককালে বিভিন্ন কমিটিতে পুরনোদের জায়গা করে দেওয়ায় অনেক নেতাকর্মীরা কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছে। জয়পুরহাট জেলা আওয়ামীলীগের দ্বন্দ মিটিয়ে সবাইকে এক হয়ে কাজ করতে না পারলে এই আসনে জয়লাভ বেশ কঠিন হবে বলে আওয়ামীলীগের তৃণমূল পর্যয়ের নেতাকর্মীরা মনে করেন।
জয়পুরহাট-১ আসনটি বিএনপির শক্তিশালী ঘাঁটি হিসাবে পরিচিত হলেও ২০১৪ সালের নির্বাচনে না যাওয়ায় আসনটি তাদের হাতাছাড়া হয়ে যায়। এছাড়া জ্বালাও পোড়াও রাজনীতির কারনে বিএনপি’র ভোট কমেছে। পুরো জেলায় আওয়ামীলীগ সরকারের ব্যাপক উন্নয়নমূখী কর্মকান্ডের জন্য আওয়ামীলীগের ভোট বেড়েছে বলে মনে করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন মন্ডল। জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু জানান, সত্তর দশকে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে এসেছি। তারপর থেকে জেলা আওয়ামীলীগের বিভিন্ন পদে থেকে সু-দিন দুর্দিনে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের নেতৃত্ব দিয়ে আসছি। এ ছাড়া পাঁচবিবি পৌরসভায় এক যুগ ধরে মেয়র থেকে জনগণের সেবা করে এসেছি। এলাকায় ব্যাপক উন্নয়ন ঘরে ঘরে বিদ্যুৎ, ব্রিজ-কালভার্ট ও সড়ক নির্মাণ এবং মসজিদ ও মন্দিরের উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। এসব উন্নয়ন দেখেই আওয়ামীলীগ সম্পর্কে মানুষের ভুল ধারণা ভেঙে গেছে। সাধারণ জনগণ ও দলীয় কর্মীরা সব সময় তাদের বিপদে আপদে আমাকে কাছে পায়, যা ৪০-৫০ ধরে কোন সংসদ সদস্যকে তারা পায়নি। ফলেই আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। মনোনয়ন পেলে এবার জনগনের প্রত্যক্ষ ভোটেই আমি জয়ী হব।
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি জানান, দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষা এবং জেল জুলুম সহ্য করে আওয়ামীলীগ করে যাচ্ছি,ছাত্রলীগ থেকে শুরু করে জেলা আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছি,আমি নিজেকে ক্লিন ইমেজের অধিকারী হিসেবে দাবী করতে পারি এবং সংখ্যালঘুদের নেতা হওয়ায় তাদের সমর্থন আমার প্রতি রয়েছে, তাই দলের সংগ্রামী জননেত্রী দেশরতœ শেখ হাসিনা এবং মনোনয়ন বোর্ড আমাকে দলীয় মনোনয়ন দিবেন বলে আমি প্রত্যাশা করি,মনোনয়ন দেওয়া হলে আমি বিপুল ভোটে জয়ী হতে পারব। জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মোমিন আহমেদ চৌধুরী বলেন, আমি বিলবোর্ড ও পোষ্টার টাঙ্গানো নীতিতে বিশ^াস করি না, সততা, নিষ্টা ও প্রবীণ হিসেবে দলে আমার গ্রহণযোগ্যতা আছে, সেক্ষেত্রে দল আমাকে মনোনয়ন দিলে আমি জয়ী হব।
জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের রাজনীতি করেছি। আমি জয়পুরহাটে দলের দূর্দিনে হাল ধরেছি। দীর্ঘদিন দলের সাধারণ সম্পাদক ছিলাম। এজন্য নেতা-কর্মীদের সাথে আমার সম্পর্ক ভালো। এজন্য মনোনয়ন বোর্ড আমাকে মনোনয়ন দিবেন বলে আমি মনে করি। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন মন্ডল বলেন, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। পরে ১৯৭২ সালে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিরা ওনাকে গুলি করে মারেন। এছাড়াও ছাত্রলীগ থেকে শুরু করে আওয়ামীলীগের মুল দায়িত্বে আছি। আমার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন বলেই এই দায়িত্ব আমাকে দিয়েছেন। তাই আমি মনোনয়ন পাব বলে আশা করছি। এজন্য সেই অনুপাতে মাঠে কাজও করছি। জয়পুরহাট পৌরসভার বর্তমান মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, করোনাকালীন করোনার ভয় না করে আমি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি এবং যে পরিমান ত্রাণ দিয়েছি। আর কেউ তা দেয়নি। তাই ভোটারের সাথে আমার সম্পর্ক ভালো। আমাকে মনোনয়ন দিলে জনগনের পাশে পূর্বে যেভাবে ছিলাম এখনও থাকব।
পাঁচবিবি পৌরসভার মেয়র ও পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব জানান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম ও বিশ বছর ধরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হওয়ায় দলের নেতা-কর্মীদের সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়। ৭৫ পরবর্তী আওয়ামীলীগের দুঃসময় থেকে আমি বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আদর্শকে বুকে ধারণ করে আমি দলের সাথে কাজ করে যাচ্ছি,দল আমাকে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটে জয়লাভ করব, অন্যকে মনোনয়ন দিলে দলের স্বার্থে তার সাথে কাজ করব। জয়পুরহাট সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, আমি জয়পুরহাট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী। দলের নেতাকর্মীদের নিয়ে আমি নিয়মিত গনসংযোগ করছি। আমি আশাবাদী দলীয় মনোনয়ন এবার আমি পাব।
অপরদিকে ২০০৭ সালের আগে দলের নেতৃত্বে ছিলেন জয়পুরহাট-১ আসনের এমপি প্রয়াত আব্দুল আলীম। সে সময়ও দলে বিভাজন ছিল। পরবর্তীতে ২০০৮ এর নির্বাচনে তিনি মনোনয়ন না পাওয়ায় এবং যুদ্ধাপরাধী মামলায় গ্রেফতার হওয়ায় এককভাবে তৎকালীন জেলা সভাপতি প্রয়াত মোজাহার আলী প্রধান এমপির নেতৃত্বে চলছিল বিএনপি। তবে ২০১৮ সালে ৫ জানুয়ারী মোজাহার আলী প্রধান মারা যাবার পর দলটিতে অনেক বড় ধাক্কা পোহাতে হয়। তারপর জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে জয়পুরহাট শহীদ জিয়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সামছুল হক। তিনিও মারা যাবার পর ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দলের দায়িত্ব দেওয়া হয় গোলজার হোসেনকে। তিনি জেলার সকল ইউনিয়ন, থানা ও ওয়ার্ড কমিটিগুলো নতুন করে তৈরী করে বিএনপিকে গতিশীল করার চেষ্টা করছেন। বিগত সময়ের বিএনপির চাইতে বর্তমানের বিএনপি অনেক শক্তিশালী হয়েছে বলে মনে করেন তিনি। বিএনপির বিভিন্ন মিছিল মিটিং এ সাধারন নেতাকর্মীদের উপস্থিতি বর্তমানে বৃদ্ধি পেয়েছে। তাই গোলজার হেসেনও দলের মনোনয়ন চাইবেন।
এছাড়া বিএনপির প্রার্থী হতে কাজ করে যাচ্ছেন ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন পাওয়া জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক, সাবেক পৌরসভার মেয়র, বিশিষ্ট শিল্পপতি ফজলুর রহমান। তিনি দীর্ঘদিন থেকে বিএনপির সাথে আছেন। তাই তিনি আগামীতেও মনোনয়ন পাবেন বলে মনে করেন। বিএনপি থেকে নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে আছেন সাবেক এমপি মোজাহার আলী প্রধানের পুত্র জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। তার বাবা সাবেক এমপি হিসাবে এলাকায় খুব জনপ্রিয় ছিল। সেসময় তিনি জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। বাবার সাথে সবসময় চলাফেরা করে তিনি যুব সমাজের কাছে ব্যাপক গ্রহনযোগ্যতা পেয়েছেন। তাছাড়া বর্তমান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হওয়ায় তিনি পুরো জেলায় পিতার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এছাড়া জেলা বিএনপির সাবেক সভাপতি মমতাজ আলী মন্ডলের পুত্র সাবেক চেম্বার অব কমার্সের সভাপতি বিশিষ্ট শিল্পপতি আনোয়ারুল হক আনু আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। অপরদিকে সাবেক এমপি ও মন্ত্রী আব্দুল আলীমের পুত্র ফয়সাল আলীম তিনিও নিজেকে প্রার্থী হিসাবে কাজ করে যাচ্ছেন। তিনি ঢাকাতে অবস্থান করলেও মাঝে মাঝে জয়পুরহাটে এসে বিভিন্ন কর্মসুচিতে অংশ নেন। তার পিতার অনেক অনুসারী আছেন তাদের নিয়েই তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ করে যাচ্ছেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। এবার বিএনপি সংসদ নির্বাচনে অংশ গ্রহনের জন্য গনসংযোগ শুরু করায় ঝিমিয়ে পড়া বিএনপি চাঙ্গা হচ্ছে। বিএনপির হাত-ছাড়া হওয়া আসনটি উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছেন বিএনপি’র তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
২০১৩-১৪ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় সহিংস ঘটনার কারণে বিএনপির অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে। এসব মামলা নিয়ে বিএনপির নেতারা অনেকটা নাজুক অবস্থায় রয়েছেন। সেই সঙ্গে রয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব-বিবাদের ঘটনা। এসব মিটিয়ে ফেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী না দিলে জয়লাভ অনেকটা কঠিন হবে বলে মনে করছে স্থানীয় বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন মন্ডল বলেন, বর্তমানে আওয়ামী শৈরাচার সরকার গনতন্ত্রকে ধ্বংস করে এদেশে একদলীয় শাসন কায়েম করতে চায়। তাই বিএনপিকে রাজপথে কোন মিছিল মিটিং করতে দেওয়া হয় না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী। মিথ্যা মামলায় কারাবন্দী খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত ও তত্ত্বাবধাক ছাড়া জাতীয় নির্বাচনে বিএনপির অংশ গ্রহন সম্ভব নয়। তবে বিএনপি নির্বাচনে গেলে তিনি মনোনয়ন চাইবেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সাল আলীম জানান, জয়পুরহাট বিএনপি পরিবার কেন্দ্রীক থেকে বের হয়ে এখন একজন সাদা মনের মানুষের কাছে দলের দায়িত্ব অর্পিত হয়েছে। আমাদের পরিবারের রয়েছে দীর্ঘ ৬০ বছরের রাজনৈতিক ঐতিহ্য, আমার পিতা একাধিকরার সংসদ সদস্য ,উপজেলা পরিষদের সদস্য ও পৌরসভার চেয়ারম্যান হওয়ায় এই এলাকার জনগণের সাথে রয়েছে আমার আতœার সম্পর্ক, দল নির্বাচনে গেলে আমি জয়পুরহাট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী এবং দল থেকে মনোনয়ন পেলে অবশ্যই আমি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হব। সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি ফজলুর রহমান জানান, আমি দীর্ঘ সময় জয়পুরহাট পৌরসভার চেয়ারম্যান, মেয়র ছিলাম এবং বর্তমানে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আছি। আমি সবসময় মানুষের সুখে দুখে পাশে দাড়াই তাই জনপ্রিয়তার শীর্ষে আছি। জয়পুরহাট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী। দল থেকে মনোনয়ন পেলে নির্বাচন করব না পেলে দল যাকে দিবে তার হয়ে কাজ করব। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক গোলজার হোসেন বলেন, আওয়ামীলীগ সরকারের মিথ্যা মামলায় ফেরারী হিসেবে ঘুরে বেড়িয়েছি,জেল খেটেছি, দলের তরুণ প্রজন্ম আমাকে চাই। দল আমাকে চাই বলেই এই ক্লান্তিলগ্নে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তত্তাবধায়ক ছাড়া দল নির্বাচনে যাবে না । যদি দল নির্বাচনে যায় আমি দলের মনোনয়ন প্রত্যাশী,দল আমাকে মনোনয়ন দিলে জয়ী হব।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও দলীয় প্রভাবমুক্ত হলে এ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী জয়ী হবেন। তবে আগামী নির্বাচনের আগে ১৮ দলীয় জোট বা মহাজোট যেটাই থাকনা কেন শেষ পর্যন্ত নিজেদের দুর্গ হিসাবে পরিচিত জয়পুরহাট-১ আসনটি নিজেদের দখলে রাখতে চায় বিএনপি । অপরদিকে আওয়ামীলীগের সঙ্গে নির্বাচনী জোট হলে জোটের প্রার্থী হওয়ার চেষ্টা করবেন জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আ.স.ম মোক্তাদির তিতাস মোস্তফা। আর জোট না হলেও জাতীয় পাটির একক প্রার্থী হবেন তিনি। গত নির্বাচনের মতো এবারের নির্বাচনও মহাজোটের ব্যানারে হবে এমন প্রত্যাশার কথা জানান জেলা জাপা’র সভাপতি হেলাল উদ্দিন। জয়পুরহাট-১ আসনে ২০১৪ সালের সংসদ নির্বাচনে জাতীয়পার্টির থেকে প্রার্থী হিসাবে সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যন আসম মোক্তাদির তিতাসকে ঘোষনা দেন। সে সময় তিনি আওয়ামীলীগ প্রার্থীকে ছেড়ে দিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেন। এরপর ২০১৮ সালের নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী পুনরায় মহাজোটের প্রার্থী হলে তিনি মনোনয়ন থেকে ছিটকে পড়েন। তবে বর্তমানে তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন আগামীতে মনোনয়ন পাওয়ার আশায়। তবে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে জাতীয়পার্টি এককভাবে নির্বাচন করবেন না মহাজোটের সাথে থাকবেন এ বিষয়ের সিদ্ধান্তের জন্য ।
আ.স.ম মোক্তাদির তিতাস মোস্তফা বলেন, গত নির্বাচনে আমাকে মহাজোটের প্রার্থী করা হয়েছিল। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী আমি নির্বাচন থেকে সরে গিয়েছিলাম। কেন্দ্রের গ্রীন সিগনাল নিয়ে আমি মাঠে কাজ করছি। জয়পুরহাটের অধিকাংশ সামাজিক ও শ্রমিক সংগঠনের সাথে আমি কাজ করছি, নীতি আদর্শ ও শততার সাথে তাই জয়পুরহাটের মানুষ আমাকে বিশ^াস করে ভালোবাসে এজন্য তারা আমাকেই ভোট দিবে। কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে জেলা জামায়াত। জোটবদ্ধ নির্বাচন হলে জামায়াতের জেলা আমির ডাঃ ফজলুর রহমান সাঈদ জোটের পক্ষে মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন। আর স্বতন্ত্রভাবে ভোট করলেও তিনিই হবেন জামায়াতের প্রার্থী। জামায়াতের জেলা আমির ডাঃ ফজলুর রহমান বলেন, দোয়া চেয়ে আমি দেয়ালে পোষ্টার লাগাচ্ছি । এই আসনে জামায়াতে ইসলামীর নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে। জয়পুরহাট-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসাবে মাওঃ ডাঃ দেওঃ মুহাঃ জহুরুল ইসলাম দলীয় মনোনয়ন চাইবেন। তিনি সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনেও ইসলামী আন্দোলনের প্রার্থী ছিলেন। মাওঃ ডাঃ দেওঃ মুহাঃ জহুরুল ইসলাম বলেন,রাজনৈতিক নেতৃবৃন্দের নৈতিক পতন, চলমান ইসলামী দলগুলোর সুমহান ইসলামী আদর্শের বিচ্যুতিঘটা, রাষ্ট্রীয় ও অর্থনৈতিক জীবনে দ্রারিদ্রতা বেকারত্বের অভিশাপ,সন্ত্রাস,খুন,ধর্ষণসহ নৈরাজ্যের রাষ্ট্র এ পরিণত হয়েছে। এই হীন অবস্থা থেকে জাতির মুক্তির জন্য নেতা ও নেতৃত্ব নয় চাই নীতির পরিবর্তন এই শ্লোগানকে সামনে রেখে পাড়া-মহল্লা ও মসজিদে গিয়ে আমার প্রার্থিতার কথা বলছি। জাসদ, বাসদ, ওয়ার্কাস পার্টি, কমিউনিষ্ট পার্টি ও অন্যান্য দলগুলোর তেমন প্রচার প্রচারনা চোখে না পড়লেও নির্বাচনের সময় কেন্দ্রীয় সিদ্ধান্তে হয়তো প্রার্থী থাকতে পারে। এ আসনে নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগ ও বিএনপি উভয় দলের জন্য বর্তমানে বড় সমস্যা হচ্ছে আভ্যন্তরীন কোন্দল।
জেলা আওয়ামীলীগের মধ্যে দন্দ্ব প্রকট। দুই জন এমপি দুই দিকে অবস্থান। প্রকাশ্যে কেউ মুখ না খুললেও যে কোন মিটিং মিছিলে এক গ্রুপ থাকলে অপর গ্রুপ থাকেনা। এক গ্রুপ বড় শোডাউন করলে অপর গ্রুপ বড় শোডাউন করে নিজেদের জানান দেয়। দলের মধ্যে চরম দ্বন্দ্বের বহি:প্রকাশ হিসাবে একাংশের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, কাউকে বহিস্কার করার জন্য কেন্দ্রিয় কমিটিতে চিঠি পাঠানো হয়েছে। তবে এসব চিঠির প্রেক্ষিতে তেমন কোন কার্যকরী ব্যবস্থা এখন পর্যন্ত নিতে দেখা যায়নি। অপরদিকে জেলা বিএনপি’র কমিটি ঘোষনা নিয়ে ক্ষুব্ধ একাংশ। তারা বিএনপির যেকোন দলীয় কর্মসুচি আলাদাভাবে আলাদা স্থানে পালন করেন। জয়পুরহাটের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বড় দু’দলেই আভ্যন্তরীন কোন্দল ও দ্বন্দ্ব আছে। তবে এসব মেটানো না গেলে কোন দলই আশানুরুপ ফলাফল করতে পারবে না বলে তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের ধারনা।