এ এম মিজানুর রহমান বুলেট ঃ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের ফ্রাই মার্কেটে এবার দেখা মিললো বড় আকারের মেলো মেলো প্রজাতির অন্তত ৩০ টি শামুকের। এর এক একটির এক থেকে দেড় কেজি। গতকাল সন্ধ্যায় বেল্লাল ভাইয়ের ফ্রাই মার্কেট নামের একটি দোকানে এসব শামুক নিয়ে আসা হয়। পরে শামুকগুলো এক নজর দেখতে ভীড় জমায় পর্যটকরা। এসময় অনেক পর্যটক এসব শামুক ১ হাজার টাকা কেজি হিসেবে খাওয়ার জন্য ক্রয় করেন। বেল্লাল নামের ওই দোকানী গতকাল বিকালে মৎস্য বন্দর আলীপুরের এক জেলের কাছ থেকে ৬শ‘ টাকা কেজি হিসেবে ক্রয় করে নিয়ে আসেন।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এসব শামুক সাধারনত উপকূলীয এলাকায় দেখা মেলেনা। এসব শামুক গভীর সমুদ্রে বিচরন করে।