আহম্মদ কবির ঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে নিখোঁজের তিন দিন পর শাহ আলম(৩৫) নামের এক জনের লাশ ভেসে উঠলো হাওরেই।
আজ (২৯,আগস্ট)মঙ্গলবার সকাল ১১টায় ঘটনাস্থল মাটিয়ান হাওরেই ভেসে উঠে নিখোঁজ শাহ আলম এর মরদেহ।
জানাযায় গত (২৭আগস্ট)বিকালে তাহিরপুর বাজার থেকে নিজ বাড়ি ছিলানী তাহিরপুর আসার পথে মাটিয়ান হাওরের বোয়ালমারা নামক স্থানে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে,নৌকা ডুবিতে নিখোঁজ হয়,ছিলানী তাহিরপুর গ্রামের আব্দু রহমানের ছেলে আবুল ফয়েজ ওরফে সুলতান মিয়া(৩৫)একই গ্রামের মশ্রব আলীর ছেলে শাহ আলম(৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায় আজ সকাল থেকে পুলিশ,ফায়ারসার্ভিস এর ডুবুরি দল ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করার পর দুপুর ১২টায় হঠাৎ ঘটনাস্থলেই ভেসে উঠে নিখোঁজ শাহ আলম এর মরদেহ।তার সঙ্গী নিখোঁজ আবুল ফয়েজ ওরফে সুলতান মিয়ার লাশ উদ্ধারে ফায়ারসার্ভিস এর ডুবুরি দল,পুলিশ ও স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নিখোঁজ আবুল ফয়েজ ওরফে সুলতান মিয়ার ছোটভাই কাপ্তান মিয়া জানান ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে আমরা ভাইসহ দুইজন নিখোঁজের পর থেকে তাহিরপুর থানা পুলিশসহ আমরা খুজে যাচ্ছি,আজ আমাদের সাথে তাহিরপুর ফায়ারসার্ভিস এর ডুবুরি দল অংশগ্রহণ করেছে।সকাল থেকে অনেক খোঁজাখুঁজি করার পর সকাল ১১টায় মাটিয়ান হাওরেই ঘটনাস্থলের পাশেই ভেসে উঠে,কিন্তু এখন পর্যন্ত আমার ভাইয়ের লাশ উদ্ধার করতে পারছিনা।