আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের গোপালপুরে টাঙ্গাইল-২ গোপালপুর- ভূঞাপুর আসনের সাবেক এমপি প্রয়াত খন্দকার আসাদুজ্জামানের স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার নারুচি স্টেডিয়ামে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ফরহাদ হোসেন একাডেমি গোপালপুর বনাম ফ্লায়ার্স স্পোর্স এফসি ঢাকা অংশ নেয়। খেলার প্রথমার্ধে ফরহাদ হোসেন একাডেমি ১-০ গোলে পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে এসে ফরহাদ একাডেমি গোল করলে সমতায় আসে দু'দলই। এর পরে উভয় দলই মরিয়া হয়ে উঠে গোল করতে। কিন্তু নির্ধারিত সময়ে কোন দলই আর গোল করতে পারেনি। পরে খেলা টাইব্রকারে গড়ায়। টাইব্রকারে ফরহাদ একেডেমিকে ৪-৫ গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকার ক্লাব ফ্লায়ার্স স্পোর্স এফসি।
পরে খেলোয়ারদের হাতে ট্রপি ও মেডেল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় উপ-কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সি আইপি খন্দকার মশিউজ্জামান রুমেল। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুন্নবী রঞ্জু, হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান হিরা, আওয়ামীলীগ নেতা মো.সুরুজ্জামান, বাংলাদেশ রেলওয়ে টাঙ্গাইল জেলা শিখার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, আওয়ামীলীগ নেতা পলাশ, ভূঞাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল রানাসহ গোপালপুর-ভূঞাপুর উপজেলার বিভিন্ন আওয়ামীলীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। খেলাটি হাজারো দর্শক উপভোগ করেন।