বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
Homeসারাবাংলামৌলভীবাজারে নিষ্পত্তি হওয়া ২২৩ মামলার আলামত ধ্বংস

মৌলভীবাজারে নিষ্পত্তি হওয়া ২২৩ মামলার আলামত ধ্বংস

 মোঃ জালাল উদ্দিনঃ মৌলভীবাজারে আদালতে নিষ্পত্তি হওয়া ২২৩টি মামলার আলামত ধ্বংস করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার জজ কোর্ট চত্বরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বিভিন্ন মামলার জব্দ ও উদ্ধারকৃত আলামত ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত আলামতের মধ্যে রয়েছে মোট ৪৪২৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ কেজি ১৮০গ্রাম গাঁজা, ৩৮ পুরিয়া হেরোইন, ২৭ বোতল বিদেশি মদ, ০৭ বোতল বিয়ার, ৪৭ বোতল ফেনসিডিল, ২২৪ লিটার ৭৫০ মিলি চোলাই মদ, ৫,০০০ শলাকা ভারতীয় নাসির বিড়ি, জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদি এবং বিভিন্ন অবৈধ ও নকল কসমেটিকস দ্রব্যাদি।
পাশাপাশি কোর্ট মালখানা অফিসারের আবেদনের প্রেক্ষিতে ২টি পানির সেচ মেশিন, ১টি ২  আনা ৩ রতি ৮ পয়েন্ট স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের সাদৃশ্য চেইন, ১টি বাই সাইকেল, ১টি পুরাতন ওভারলক সেলাই মেশিন, ১টিপুরাতন সিলিং ফ্যান, ১টি পুরাতন ব্যাটারি, ১টি পুরাতন সিএনজির চাকা, ১টি পুরাতন পানির ট্যাব, ১টি পুরাতন অ্যালুমিনিয়াম পাতিল নিলামের আদেশ প্রদান করেন৷
এছাড়া ১টি ওয়ালটন মোটর সাইকেল আদালতের আদেশে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয় এবং ১টি পালসার মোটরসাইকেল জেলা গোয়েন্দা শাখা কর্তৃক নিলামে বিক্রয় করার পর কোর্ট মালখানা কর্তৃক চালানমতে  ৩০৫১১/- (ত্রিশ হাজার পাঁচশত এগারো) টাকা সরকারি কোষাগারে জমাপ্রদান করা হয় এবং ২৩,০০০/- (তেইশ হাজার) ভারতীয় রুপি ও বাংলাদেশী ৮,০০০/- (আট হাজার) টাকার জাল নোট বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করার অনুমতি প্রদান করেন৷
কোর্ট মালখানা অফিসারের আবেদনের প্রেক্ষিতে ২টি রিভলবার, ২টি পাইপগান, ১টি রিভলবারের গুলির খোসা,  ৬টি শটগানের গুলির খোসা, ছোট বড় সব মিলিয়ে ৪টি ছুরি এবং ১টি রামদা পুলিশ লাইন্স অস্ত্রাগারে জমা প্রদানের অনুমতি প্রদান করেন৷
এছাড়াও কোর্ট মালখানা অফিসারের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন দেশের সর্বমোট ১৯টি ধাতব মুদ্রা প্রত্নতত্ত্ব অধিদপ্তর ঢাকায় প্রেরণ করার অনুমতি প্রদান করেন৷
মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা বিভাগ) জগলুল হক, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ ইউনুস মিয়া, কোর্ট মালখানা অফিসার কৃষ্ণ কমল ভৌমিকসহ কোর্ট পুলিশের সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।
আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments