বিমল কুন্ডু : সিরাজগঞ্জের শাহজাদপুরে জনপ্রিয় ফেসবুক পেইজ পাবলিক কনসেপ্ট এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ১১ সেপ্টেম্বর সোমবার পাবলিক কনসেপ্টের উদ্যোগে শাহজাদপুর প্রেস ক্লাব কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ ও রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পাবলিক কনসেপ্ট এর এডমিন মির্জা হুমায়ুন। প্রেস ক্লাবের সহ সভাপতি এমএ জাফর লিটনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবুল কাসেম, সাংবাদিক শফিউল হাসান চৌধুরী লাইফ, হাসানুজ্জামান তুহিন, সৈয়দ হুমায়ুন পারভেজ সাব্বির, সাগর বসাক, রাসেল সরকার, ফারুক হাসান কাহার, জাকারিয়া মাহমুদ, কেএম নাছির উদ্দীন প্রমুখ।
বক্তারা বলেন, পাবলিক কনসেপ্ট ইতিমধ্যেই একটি জনপ্রিয় গনমাধ্যম হিসেবে পরিচিতি লাভ করেছে। বক্তারা পাবলিক কনসেপ্ট এর এডমিন সাংবাদিক মির্জা হুমায়ুনের কর্মদক্ষতা ও পরিচ্ছন্ন সাংবাদিকতার ভূয়শী প্রশংসা করেন এবং পাবলিক কনসেপ্ট এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।