জি এম মিন্টু ঃ কেশবপুরে পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
জানা গেছে, উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বুড়ুলি স্মুইচ গেটের পাশে পানি উন্নয়ন বোর্ডের ৩ একর ৮১ শতক জমি রয়েছে। ওই জমির অব্যহৃত ১৭ শতক জমি দীর্ঘদিন লিজ নিয়ে হান্নান সরদার নামে এক ব্যক্তি বসবাসসহ দেখভাল করতেন। ওই জমি নিজের দাবি করে দখলে নিতে একই গ্রামের মৃত নিমাই কুমার দাসের ছেলে অরুন কুমার দাস বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতে থাকে। জমি দখলে নিতে অরুন কুমার দাস বিভিন্ন দপ্তরে অভিযোগ ও আদালতে মামলা করেও তার অনুকুলে রায় আনতে ব্যর্থ হয়েছে।
এলাকার একটি সন্ত্রাসী গ্রুপের সহযোগিতা নিয়ে শনিবার অরুন কুমার দাস পানি উন্নয়ন বোর্ডর জমির উপর অর্ধ লক্ষাধিক টাকার গাছ কেটে বিক্রি করা শুরু করে। এছাড়াও অপদার বাধ কেটে জমি দখলের চেষ্টা অব্যহত রেখেছে। বাধা দেয়ায় আব্দুল হান্নান সরদারকে বিভিন্নভাবে হুমকি প্রদান অব্যহত রেখেছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানালো হলেও অজ্ঞাত কারনে তারা নিশ্চুপ রয়েছে বলে অভিযোগ। এবিষয়ে কেশবপুর পানি উন্নয়ন বোর্ডর উপসহকারী প্রকৌশলী ফিরোজ হোসেন বলেন, বিষয়টি এক্সচেঞ্জ স্যারকে জানিয়েছি, দ্রুত এবিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।