এ এম মিজানুর রহমান বুলেট : পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব নদী দিবস ২০২৩ পালিত হয়েছে। নদী একটি জীবন্ত সত্তা আসুন এর অধিকার নিশ্চিত করি এ প্রতিপাদ্য বিষয় নিয়ে রবিবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাব চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওয়াটার কিপার্স বাংলাদেশ, জাতীয় নদী জোট, কলাপাড়া প্রেসক্লাব ও আমরা কলাপাড়াবাসীর আয়োজনে কলাপাড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাংবাদিক ও পরিবেশকর্মী নেছার উদ্দিন আহমেদ টিপু, পরিবেশ কর্মী মোস্তাফিজ জামাল সুজন, ওয়াটার কিপার্স বাংলাদেশ এর কলাপাড়ার সংগঠক কামাল হোসেন রনি প্রমুখ। এসময় বক্তারা জীবন্ত সত্তা নদীকে বাঁচিয়ে রাখার জন্য নদী ভরাট, দখল ও দূষণ মুক্ত রাখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পরে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।