জয়নাল আবেদীন: রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার অফিসের কনফারেন্স রুমে রংপুর মেট্রোপলিটন যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভা সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে ।
সভায় রংপুর মহানগরীর যানজট নিরসন ও যাত্রী-পণ্য পরিবহন নির্বিঘে করার লক্ষ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রংপুর সিটি কর্পোরেশনের প্রতিনিধি, পরিবহন বিভাগের মালিক-শ্রমিক সংগঠনের নেতাকর্মীবৃন্দের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
পুলিশ কমিশনার বলেন সরকারের নীতি বাস্তবায়ন করাই আমাদের কাজ। এজন্য জনগণকে সরকার নির্ধারিত আইন বিধি মেনে-বুঝে সে অনুযায়ী চলতে হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন, সকলকে যথাযথ ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। এজন্য মহানগর এলাকায় ফিটনেস বিহীন গাড়ি, লাইসেন্স, রেজিস্ট্রেশন, রুট পারমিট ব্যাতিত চলাচল করতে পারবে না। তিনি আরো বলেন রংপুর মহানগরে চলাচলরত ৯০ভাগ গাড়ি এক ধরনের রেজিস্ট্রেশনকৃত হলেও তা অন্যভাবে চালায় অর্থাৎ এম্বুলেন্স এর লাইসেন্স করা গাড়ি প্রাইভেট হিসেবে ব্যবহার করে। এই ধরনের ক্ষেত্রে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং প্রথমদিকে এখন আমরা ধীরে চলনীতি অবলম্বন করলেও এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে আমাদের শেষ পর্যন্ত আমাদের কঠোর নীতি অবলম্বন করতে হবে। সরকার এবং আমাদের উদ্দেশ্য একটাই, সবকিছুকে একটা সিস্টেমে নিয়ে আসা।এছাড়াও তিনি কর্তৃপক্ষকে নগরীর যানজট নিরসনে রাস্তার পাশে বিল্ডিং এর অনুমোদনের ক্ষেত্রে ট্রাফিক পুলিশের অনুমতি গ্রহণ এবং রাস্তার দুই পাশে সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ ফাঁকা জায়গা নিশ্চিত করার আহ্বান জানান।তিনি ঢাকা বাস টার্মিনাল, কামারপাড়া এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বক্স নির্মাণের পরিকল্পনার কথা জানান। আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে মহানগর এলাকায় সিটি সার্ভিস চালুর সিদ্ধান্তের বিষয়ে জেলা মটর মালিক এবং রংপুর চেম্বার অব কমার্স ও মেট্রো চেম্বার প্রতিনিধিগণ আশস্ত করেন।
উক্ত সভায় সিটি সার্ভিস চলাচলের জন্য তিনটি রুট প্রস্তাবিত হয় ।আর এজন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়, যারা আগামী এক সপ্তাহের মধ্যে রুট, স্টপেজ, রাস্তা প্রসস্থ ও সংস্কার করার বিষয়ে তাদের সুচিন্তিত মতামত পেশ করবেন।উক্ত আলোচনা সভায় ট্রাফিক যানজট নিরসনে ইজিবাইক লেন/লাইন নির্দিষ্টকরণ সহ সেগুলোকে কালার কোড ব্যবহারের মাধ্যমে, রেজিস্ট্রেশনকৃত গাড়ি সমূহ চলাচল করার ব্যাপারে সিদ্ধান্ত হয়।নগরীতে পরীক্ষামূলকভাবে তিনটি জায়গায় ডিজিটাল ট্রাফিক সিস্টেম চালু করা হলেও রংপুর সিটি কর্পোরেশনের মাধ্যমে ভবিষ্যতে তা সম্পূর্ণ নগরীতে চালু করার আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার । উপ- পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম সঞ্চালনা করেন । সভায় উপস্থিত থেকে মতামত ব্যাক্ত করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন মিঞা, জেলা পুলিশ সুপার প্রকৌশলী মোঃ ফেরদৌস আলী চৌধুরী,সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাজেদুর রহমান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান আলী, রংপুর জেলা মটর মালিক সমিতির সহ-সভাপতি একে চৌধুরী, মেট্রো চেম্বার সহ সভাপতি মোঃ আতিক উল্লাহ সহ রংপুর ট্রাক শ্রমিক ইউনিয়ন, রংপুর মেট্রোপলিটন পুলিশ ও বিভিন্ন জেলা মালিক-শ্রমিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ।