জিএম মিন্টু ঃ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৩ যশোরের সকল উপজেলার ৯ম ও ১০ম শ্রেনির শিক্ষার্থীদের জন্য তথ্য অধিকার আইন অনলাইন কোর্স প্রতিযোগিতায় যশোরে ৮টি উপজেলায় ৩ জন করে পুরস্কার পেয়েছেন।
কেশবপুর থেকে অনলাইন কোর্স প্রতিযোগিতায় ১ম স্থান আধকার করেছে সাত্ত্বিক সামা দাস,২য় স্থান অধিকার করেছে কেশবপুর সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য শাহানাজ পারভীন( কামরুলের)এক মাত্র পুত্র ফয়সাল মাহমুদ সাজিম,৩,স্থান অধিকার করেছে ফারিয়া ইয়াসমিন অহনা।
এরা সকলে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনির শির্ক্ষাথী। শনিবার সকাল ১০টায় যশোর কাক্টেরেট সভা কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) তুষার কুমার পাল, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বকতব্য রাে খন তথ্য কমিশনার শহিদুল আলম,বিশেষ অতিথি হিসাবে উপুস্থিত খেকে বক্তব্য রাখেন যশোর এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সদর উপজেলার সহকারি কমিশনার(ভুমি) মাহমুদুল হাসান প্রমুখ।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শেনী পেশার মানুষ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি তথ্য কমিশনার শহিদুল আলম শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ।