এ এম মিজানুর রহমান বুলেট: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর সামান্য উত্তাল রয়েছে।
উপকূলীয় এলাকার অনেক স্থানে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। নিম্নচাপটি আজ সকাল ছয়টায় পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর থেকে ৭১০ কিলোমিটার, চট্রগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮৪০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৮০০ কিলোমিটার ও মোংলা সমুদ্র বন্দর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিনপশ্চিমে অবস্থান করছিলো। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। তাই দেশের সব সমুদ্র বন্দর সমূহকে ০১ নম্বর দূরবর্তী সতর্ক সংকে দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।