বাংলাদেশ প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। কিশোরগঞ্জের ভৈরব জংশনে একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী ট্রেন এগারসিন্ধু। এ সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। সোমবার দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষ ঘটে বলে জানা গেছে।
এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।