জয়নাল আবেদীন : শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে রংপুরে আলোচনা সভা এবং বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর সুরভী উদ্যানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে "শারদীয় দুর্গাপূজার শুভ বিজয়া দশমী" উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম- বার, পিপিএম-বার, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী হারাধন রায় হারা, রংপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী রামজীবন কুন্ড সভাপতিত্বে ও মহানগরের সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায় সঞ্চালনা করেন।শুরুতে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করে সংক্ষিপ্ত আলোচনা শেষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি সুরভী উদ্যান, রংপুর এর সম্মুখ হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পায়রা চত্বর- সেন্ট্রাল রোড-ফায়ার সার্ভিস মোড়-সাতমাথা-পার্কের মোড়-শাপলা চত্বর-জাহাজ কোম্পানির মোড়-বেতপট্টি হয়ে মুলাটোল পুকুরপাড় গিয়ে শেষ হয়।
এরপর প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে রংপুরে শারদীয়া দূর্গাপুজোর সমাপ্তি
ঘটে ।