শনিবার, অক্টোবর ৫, ২০২৪
Homeসারাবাংলাপল্টনে পুলিশের সঙ্গে ছাত্রলীগের অবস্থান

পল্টনে পুলিশের সঙ্গে ছাত্রলীগের অবস্থান

বাংলাদেশ প্রতিবেদক: জামায়াত-শিবির প্রতিহত করতে পুরানা পল্টন এলাকায় মহড়া দিচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশের জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হামলা করতে আসছে, এমন ‘গুজবে’ মহড়া দেয় নেতাকর্মীরা।

শনিবার বিকেল সোয়া তিনটার দিকে বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের পশ্চিম পাশের রাস্তায় মহড়া দেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, পুরানা পল্টনের বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সদর দপ্তর সংলগ্ন রাস্তায় সাধারণ পথচারীদের দেখে জামায়াত-শিবিরের লোক মনে করে গুজব ছড়ানো হয় যে, জামায়াতের লোকজন হামলা করতে আসছে। এই খবর শুনে সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তবে পুলিশের হস্তক্ষেপে নেতাকর্মীরা আবার সমাবেশস্থলে ফিরে যান।

পুলিশ জানায়, কোনো কিছুই ঘটেনি। একদল সাধারণ পথচারীদের দেখে কেউ একজন গুজব ছড়ায় যে, জামায়াত-শিবিরের লোকজন এসেছে। আমরা সবাইকে বুঝিয়ে পাঠিয়ে দিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে।

সরেজিমনে দেখা যায়, পুরানা পল্টন রাস্তায় পুলিশের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments