জয়নাল আবেদীন : রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন সংবাদ প্রকাশ না করার জন্য বিভিন্ন স্থান থেকে চাপ আসে সরকারি মহল থেকে, গোয়েন্দা সংস্থা থেকে আবার দলীয়ভাবেও চাপ আসে সেই চাপকে উপেক্ষা করে সংবাদ প্রকাশ করতে হবে।
মঙ্গলবার রংপুর টাউন হল মিলনায়তনে দৈনিক সকালের বাণী পত্রিকা প্রকাশনার উদ্ধোধনী অনুষ্ঠানে উদ্ধোধকের বক্তৃতায় তিনি এসব কথা বলেন ।
মেয়র বলেন সমাজের যত শক্তিশালী ব্যাক্তি হোক না কেন তিনি যদি অন্যায় করেন তার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করতে হবে । বস্তুনিষ্ট সাংবাদিকতা করলে পাঠক জনপ্রিয়তা পাওয়া যাবে । এই দলের সংবাদ যাবে ওই দলের যাবে না নিজেদের মধ্যে এধরনের স্বজনপ্রীতি থাকলে তাহলে পাঠক পত্রিকা পড়া ছেড়ে দেবে । পয়লা নভেম্বর থেকে পত্রিকা বাজারে আসবে এই উপলক্ষে উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলার সেবক জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আমবর আলী, ডা; ওমর ফারুক, সাবেক রংপুর পৌর চেয়ারম্যান কাজী মোহাম্মদ জুননুন, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, কারমাইকেল কলেজের সাবে ভিপি মো: আলাউদ্দিন , সর্বমহলে গ্রহণযোগ্য ব্যাক্তি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু , রংপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মেরিনা লাভলী, সমাজসেবী তানভীর আশরাফি, পত্রিকার প্রকাশক এবং সম্পাদক হযরত আলী সহ বেশ ক‘জন বক্তব্য দেন ।
উল্লেখ্য রংপুর থেকে নিয়মিত এবং অনিয়মিতভাবে ৮টি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়ে আসছে । নবম পত্রিকা হিসেবে যুক্ত হলো দৈনিক সকালের বাণী ।