মোঃ জালাল উদ্দিনঃ বিএনপি ও জামায়েতে ইসলামীর ডাকা টানা তিন দিনের অবরোধের প্রথম দিন মঙ্গলবার ৩১ অক্টোবর ২০২৩ইং, সকালে মৌলভীবাজারে ঢাকা-সিলেট মহাসড়কের রাস্তায় প্রায় সব ধরনের গাড়ির সংখ্যা কম লক্ষ্য করা গেছে। দূরপাল্লার কোনো বাস মৌলভীবাজার শহর থেকে ছেড়ে যায়নি ঢাকা-সিলেট-সহ অন্য কোথাও। চলছেনা কোনো বাস। তবে সিএনজি চালিত অটোরিকশা, নিত্যপণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ি চলছে শহরে।
এ ছাড়াও দূরপাল্লার বাস বন্ধ থাকায় চাপ বেড়েছে রেল স্টেশনে যাত্রীদের সংখ্যা লক্ষ্য করা গেছে। সকাল থেকেই কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল রেল ষ্টেশন হতে অন্যদিনের মতো স্বাভাবিকভাবে শিডিউলমতো ট্রেন চলাচল করতে দেখা যায়।
এ দিকে সকালে মৌলভীবাজারের শেরপুর সড়কে ঢাকা-সিলেট মহাসড়কে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান) এর নেতৃত্বে অংশ নিয়েছে মৌলভীবাজারের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল-সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সড়কে পিকেটিং করে এবং অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে।
অন্যদিকে দুপুরে আওয়ামী লীগের উদ্যোগে শান্তি মিছিল, বিএনপির অনুপস্থিতি থাকায় মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকার পয়েন্টে সরকারি দল আওয়ামী লীগ শান্তি মিছিল করেছে। মিছিলে নেতাকর্মীদের বিএনপি এবং হরতাল-অবরোধ বিরোধী স্লোগান দিতে দেখা যায়।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) জানান, জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ-সহ অন্য সদস্যরা।