জয়নাল আবেদীনঃ পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি। এই প্রতিপাদ্য নিয়ে শনিবার রংপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশন,মেয়র,মোস্তাফিজার রহমান মোস্তফা, । সুরভী উদ্যানের সম্মুখ হতে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ,গিয়ে শেষ হয়। এসময় রংপুর মেট্রোপলিটন পুলিশের সুসজ্জিত বাদক দল র্যালির সম্মুখভাগে থেকে শোভা বর্ধন করে।
এরপর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উপলক্ষে সুধী সমাবেশ স্মরণিকার মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রো কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার, এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের সভাপতি ও চেয়ারম্যান, জেলা পরিষদ,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোছাদ্দেক হোসেন বাবলু, ।
এছাড়া উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও থানা পর্যায়ে নেতৃবৃন্দ; রংপুরের সুধী সমাজের ব্যক্তিবর্গ; ব্যবসায়ী; কবি, সাহিত্যিক, লেখক; সাংবাদিক ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।