মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Homeরাজনীতিপিটার হাস বিএনপির নিরাপত্তা সম্পাদকের দায়িত্ব পালন করছেন: হুইপ স্বপন

পিটার হাস বিএনপির নিরাপত্তা সম্পাদকের দায়িত্ব পালন করছেন: হুইপ স্বপন

শফিকুল ইসলাম:  জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন.বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস বিএনপির নিরাপত্তা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আমরা কি বুঝিনা পেছনে আপনাদের ষড়যন্ত্র কি? আপনারা ফিলিস্তিনিদের ফিলিস্তিন থেকে উৎখাত করেছেন। আপনারা ওই জেরুজালেমের পবিত্র মাটি থেকে গাঁজা ও পশ্চিম তীরের পবিত্র মাটি থেকে ফিলিস্তিনি মুসলমানদের উৎখাত করেছেন? আমরা গরিব ছিলাম বলে তখন আমাদের লোক দেখানো দয়া দেখিয়েছেন। এখন আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধনী হচ্ছি বলে আমাদের পছন্দ হয় না। আমাদের কি আবার আপনারা ফিলিস্তিন বানাতে চান?

শনিবার বিকেলে জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ স্বপন গত ২৮ অক্টোবরে বিএনপির কর্মসূচী প্রসঙ্গ টেনে আরো বলেন,২৮ তারিখ না জানি দেশে কি হতে যাচ্ছে,কি হবে, এমন আতঙ্ক তৈরি করা হয়েছিল। মনে হচ্ছিল ২৮ তারিখ বুঝি দেশ আর থাকবে না। কিন্তু ২৮ তারিখে ব্যর্থ হয়ে ২৯ অক্টোবর নির্বাচন কমিশনে গিয়ে পিটার হাস বললেন নি:শর্ত আলোচনা চাই। এতদিন বলেছেন আলোচনা হতে হবে শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে। এখন সোজা হয়ে বলছেন নি:শর্ত আলোচনার কথা। কয়দিন পর লেজ গোটায়ে বলবেন আমরা শেখ হাসিনার অধিনেই নির্বাচন করবো। এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সরকার থাকবে,নির্বাচন কমিশনের অধিনেই নির্বাচন হবে। সরকার নির্বাচনে কোন ইন্টারফেয়ার করবে না। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা নির্বাচনে জয়লাভ করবো ইনশাআল্লাহ।

নগরিক সভায় জয়পুরহাট-২ তথা কালাই ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ৬৩টি গ্রামীণ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও টিআর কাবিখা খাত থেকে ৪২৫টি গ্রামীণ গলিতে ইট বিছানো কাজের উদ্বোধন করেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক ও জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক,
প্রচার প্রকাশনা সম্পাদক মাসুদ রেজা, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন প্রমূখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments