মাসুদ রানা রাব্বানী : দেশব্যাপী বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর দ্বিতীয় দফার অবরোধের সোমবার (৬ নভেম্বর) নগরীতে যান চলাচল ছিল স্বাভাবিক। অবরোধের দ্বিতীয় দিন ছিল আজ। এদিন সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে দূরপাল্লার বাস ছাড়তে দেখা যায়নি।
সোমবার (৬ নভেম্বর) সকাল থেকে নগরীর তালাইমারী, ভদ্রা, শিরোইল, স্টেশন, রেলগেট, বর্ণালী ও সাহেববাজার ঘুরে ঘুরে দেখা গেছে, অবরোধের প্রথম দিনের চেয়ে আজ দ্বিতীয় বেশি গাড়ি চলাচল করছে। সেই সাথে বেড়েছে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচলও। এদিন সকাল থেকে বিভিন্ন দোকানপাটও খোলা হয়েছে। এছাড়া বিভিন্ন সড়কে দেখা মিলেছে লোকাল বাস, হিউম্যান হলার, সিএনজিচালিত অটোরিকশা, পণ্যবাহী ট্রাক, মোটরসাইকেল ও প্রাইভেটকারের। তবে রোববারের মতো দূরপাল্লার বাস চলাচল করেনি। মহাসড়কে লোকাল বাস চলাচল করতে দেখা গেছে।
এদিকে নগরীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থায় দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সাহেববাজার, তালাইমারী, নওদাপাড়া, ভদ্রা, রেলগেট ও স্টেশনে গাড়িতে করে পুলিশ ও র্যাবকে বিভিন্ন রাস্তায় টহল দিতে দেখা গেছে। সে সাথে বিজিবি ও আনসার সদস্যদেরও টহল দিতে দেখা গেছে। নগরীর ভদ্রা ও রেলগেট থেকে বিভিন্ন রুটের বাস ছাড়তে দেখা গেছে।
পাবনা থেকে রাজশাহীতে আসা বাসের চালক রহমত উল্লাহ বলেন, মহাসড়কে গাড়ি পুড়িয়ে দেয়ার ভয় থাকে। সেই ভয় উপেক্ষা করে বাস নিয়ে আসতে হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী থাকায় ভয় কম লেগেছে। একতা ট্রান্সপোর্টের কাউন্টার ইনচার্জ গোলাম মর্তুজা বলেন, এর আগের অবরোধে নিরাপত্তার কারণে গাড়ি বন্ধ রাখা হয়েছিল। এই অবরোধেও তাই। রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি না আসলে বিকেল থেকে বাস ছাড়া হবে।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, সোমবার সকালে থেকে বাস চলাচল স্বাভাবিক আছে। বিভিন্ন জায়গার বাস ছেড়ে যাচ্ছে। তবে অনেক কম ছাড়ছে। অবরোধ না দিলে মালিকরা স্বাভাবিক দিনের মতো গাড়ি চালানো শুরু করবেন।