চৌহালী প্রতিনিধিঃ উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত শাহ সুফী খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) এর ১৩৮ তম আবির্ভাব দিবস নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে।
সোমবার বাদ জোহর পাক দরবার শরীফে তার মাজার জিয়ারত, দোয়ায় বিশ্ব মুসলিম উম্মার মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা হয়। তখন খাজা এনায়েতপুরী (রঃ) এর দৌহিত্র খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক মোহাম্মদ ইউসুফ, ড্রাগ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান এম এ হায়দার হোসেন, দরবারের খাদেম প্রধানগন সহ দেশের বিভিন্ন স্থান হতে আসা অগনিত ভক্ত অনুসারীরা উপস্থিত ছিলেন।
পরে এ উপলক্ষে হযরত খাজা মুহাম্মদ ইউনুস এনায়েতপুরী (রঃ) অনলাইন সুফী সংগঠনের উদ্যোগে দরবার শরীফের ১নং ফটক হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। তা এলাকার গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে।