আবু বক্কর সিদ্দিকঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার খামার মনিরাম বালিকা উচ্চ বিদ্যা নিকেতনের ফটকের এক পাশে লাগানো- ‘বোরকা পরিহিত কোন ছাত্রী/মহিলা বিদ্যালয়ে প্রবেশ নিষেধ’।-এ নির্দেশনার বিরুদ্ধে নিন্দা জানিয়ে তুমুল ঝড় উঠেছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি এ শিক্ষাঙ্গণের প্রবেশ পথের (ফটকের) ডান পাশে লাগানো ‘বোরকা পরিহিত কোন ছাত্রী/মহিলা বিদ্যালয়ে প্রবেশ নিষেধ’। এ নিয়ে নিন্দা জ্ঞাপন করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ৮ শব্দের বাক্যের শেষে দাড়ি বা কোন বিরাম চিহ্নের ব্যবহার না থাকায় এ নির্দেশিত প্যানাতে ব্যাকরণের ব্যবহার নিয়েও বিজ্ঞ মহলে চলছে নানান প্রশ্ন। শিক্ষাঙ্গণের প্রাণ বলে বিবেচিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে নিন্দা জানান। বিদ্যালয়ে নৈশ্য প্রহরীসহ প্রয়োজনীয় সংখ্যক ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োজিত রয়েছেন। তারা যথারীতি দায়িত্ব পালন করেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারী জানান।
এ নিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও পার্শ্ববর্তী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজা মিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোনকল রিসিভ করেননি।
কমিটির সদস্য সোনারায় ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আকবর আলী বলেন, ‘এরআগে দুই-একটি অপ্রীতিকর ঘটনা ঘটায় ‘বোরকা পরা’ নিষেধ না করে বলা হয়েছে- কোন ছাত্রী বোরকা পরে স্কুলে আসলে যেন মুখমন্ডল খোলা থাকে। যাতে ছাত্রীদেরকে চেনা যায়’।
প্রধান শিক্ষক মোফাখ্খারুল ইসলাম বমুনিয়া (বাচ্চু) বলেন, ‘এটা জামাত-শিবিরের কিছু লোকজন করেছে’। অপর প্রশ্নের জবাব না দিয়ে ভিন্নভাবে মোবাইলফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মোমেন মন্ডল বলেন, ‘বোরকা পরে বিদ্যালয়ে আসা নিষেধ মর্মে কোন নির্দেশনা আসেনি। খামার মনিরাম বালিকা উচ্চ বিদ্যা নিকেতন’র বিষয়টি শুনেছি। এটা নাকি অন্য কেউ চক্রান্ত করছেন বলে শিক্ষক মারফত শুনেছি’।