বিমল কুন্ডু: সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর) আসনের মাননীয় এমপি ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা বলেছেন, হরতাল- অবরোধের নামে বিএনপি – জামায়াত শাহজাদপুর সহ দেশব্যাপী আগুন সন্ত্রাস, পুলিশ হত্যা, নাশকতা ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। তারা জীবন্ত মানুষকে পুড়িয়ে মারছে, হাসপাতালে হামলা চালিয়ে এ্যাম্বুলেন্স পোড়াচ্ছে, যানবাহনে আগুন দিচ্ছে, কর্তব্যরত পুলিশ সদস্যকে নৃশংসভাবে হত্যা করছে, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের পিটিয়ে জখম করছে। বিএনপি – জামায়াত দেশের অব্যাহত উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যহত করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করার জন্য আগুন সন্ত্রাস ও নাশকতার পথ বেছে নিয়েছে। তিনি বলেন, বিএনপি -জামায়াত রাজাকার ও স্বাধীনতা বিরোধী শক্তি আর কখনই যেন ক্ষমতায় আসতে না পারে সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে ।
আজ ১০ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় শাহজাদপুর পৌরসভার বিসিক বাসষ্ট্যান্ড চত্বরে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, বাংলাদেশর মানুষের ভাগ্য আওয়ামী লীগের ভাগ্যের সাথে জড়িত। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিশ্বে বাংলাদেশ মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে মর্যাদা পায়। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব, দক্ষতা ও দুরদর্শিতায় দেশ এখন উন্নয়নশীল রাষ্ট্রের মহাসড়কে। অন্যদিকে বিএনপি- জামায়াত ক্ষমতা থাকাকালিন হাওয়া ভবন সৃষ্টি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া করা ছাড়া কিছুই দিতে পারেনি।
তাই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিয়ে দেশরত্ন শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে।
মেরিনা জাহান কবিতা এমপি বলেন, নৌকায় ভোট দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, বছরের প্রথম দিন বিনা মুল্যে শিশুরা বই পায়, বিধবা ও বয়স্করা ভাতা পান। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও দেশরত্ন শেখ হাসিনার উপর আস্থা রাখতে হবে। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান। এছাড়াও তিনি বলেন,
শাহজাদপুরে বিএনপি- জামায়াত যেন কোন সন্ত্রাসী কার্যকলাপ না করতে পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহবান জানান। তিনি উপজেলার তিনটি ইউনিয়ন আওয়ামী লীগ অফিস ভাংচুরের নিন্দা জানিয়ে বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য সুমগ্ন করিম, স্থানীয় আওয়ামী লীগ নেতা কে এম নাছির উদ্দিন, শামছুল আলম, মনিরুল গণি চোধুরী শুভ্র, সেচ্ছাসেবক লীগ নেতা নিয়ন মাহমুদ, ফারুক হাসান কাহার, মহিলা আওয়ামীলীগ নেত্রী সাথী তালুকদার প্রমুখ ।