সোমবার, মে ২০, ২০২৪
Homeসারাবাংলাগাজীপুরে পুলিশের গুলিতে আহত পোশাক শ্রমিকের মৃত্যু

গাজীপুরে পুলিশের গুলিতে আহত পোশাক শ্রমিকের মৃত্যু

বাংলাদেশ প্রতিবেদক: গাজীপুরের কোনাবাড়ীতে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে পুলিশের গুলিতে আহত গার্মেন্টস শ্রমিক মো. জালল উদ্দিন (৪২) মারা গেছেন। তিনি ইসলাম গার্মেন্টসের শ্রমিক ছিলেন।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জানা যায়, জালাল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বামহাটি গ্রামের চান মিয়ার ছেলে। তিনি জরুন এলাকার ইসলাম গ্রুপের সুইং সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। জালাল জরুন এলাকার ফজল মোল্লার ভাড়া বাসায় সপরিবার বসবাস করতেন।

নিহতের চাচাতো বোন বিউটি বেগম বলেন, গত বুধবার সকাল সাড়ে ৭টা সময় আমার ভাই প্রতিদিনের মতো অফিসে যায়। মূল ফটকে যাওয়ার পরেই শুনে কারখানা বন্ধ। পরে আশেপাশের আরও কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আমার ভাই বাসায় আসার পথে জরুন বাজারের মোড়ে আসলে পুলিশ অতর্কিত গুলি করতে থাকে। সেই গুলি আমার ভাই এর পেটে লাগলে সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার সহকর্মীরা স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের খালু পারভেজ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষ হলে গ্রামের বাড়ি নেত্রকোনায় নিয়ে যাবো। সেখানেই দাফন করা হবে তাকে।

তিনি আরো বলেন, চোখের সামনে ছেলেটিকে শেষ হতে দেখেছি। কিভাবে ভুলবো এসব স্মৃতি। জান্নাতুল বাকিয়া নামে তার ৯ বছরের একটি মেয়ে আছে। তার স্ত্রী কান্না করে বার বার অজ্ঞান হয়ে যাচ্ছে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন বলেন, আমরা শুনেছি তিনি মারা গেছেন। তবে এখনও নিশ্চিত নই। থানা থেকে একজন অফিসারকে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি পৌছালে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর গাজীপুরের কোনাবাড়ী জুরুন এলাকায় পুলিশের গুলিতে জামাল উদ্দিন নামে ইসলাম গ্রুপের ওই শ্রমিক গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হয়। এছাড়া ইসলাম গ্রুপের শ্রমিক আঞ্জুয়ারা খাতুন পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments