সোমবার, মে ২০, ২০২৪
Homeসারাবাংলাময়মনসিংহে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১

ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১

বাংলাদেশ প্রতিবেদক: ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয় শিশু ও দুই নারীসহ ১১ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর শম্ভুগঞ্জের চর কালিবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নগরীর চর কালিবাড়ি দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা ইদ্রিস আলী দীর্ঘদিন ধরে বাড়িতে গ্যাস দিয়ে বেলুন ফুলিয়ে ব্যবসা করে আসছেন। আজও বেলুনে মিথেন গ্যাস ভরছিলেন। এ সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে তারিকুল ইসলাম (৩৫), সোহেল মিয়া (৫০), ইসমাইল হোসেন (২৫), সালমা বেগম (২৫), কোহিনুর আক্তার (৪০), ইয়াসিন মিয়া (৫), সুলেমান মিয়া (৫), রাহিম (৪), তানজিনা (৪), মিম (৫) ও মানিক (৯) দগ্ধ হন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, সিলিন্ডার থেকে বেলুনে মিথেন গ্যাস ভরার সময় এ বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে থাকায় শিশুসহ অন্যরা দগ্ধ হন।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, বিস্ফোরণে শিশু-নারীসহ মোট ১১ জন দগ্ধ হয়েছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মাইন উদ্দিন আহমেদ জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা গুরুতর।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments