সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩
Homeসারাবাংলাফেসবুক লাইভে নিজের বুকে গুলি চালালেন পুলিশ সদস্য

ফেসবুক লাইভে নিজের বুকে গুলি চালালেন পুলিশ সদস্য

বাংলাদেশ প্রতিবেদক: শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া টিঅ্যান্ডটি পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।

মোতাহার হোসেন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মধ্যম মনাপাড়া এলাকার মৃত. শীষ মোহাম্মদের ছেলে।

এ তথ্য জানিয়েছেন বেতবুনিয়া টিঅ্যান্ডটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কুতুব উদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, জাহিদ সরকার নামে একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে নিজের বুকে রাইফেল ঠেকিয়ে নিজেই গুলি করেন তিনি। এসময় তিনি রুমের দরজা বন্ধ করে রেখেছিলেন। পরবর্তীতে পুলিশ সদস্যরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

কাউখালী থানার ওসি পারভেজ আলী বলেন, আহত সদস্যের চিকিৎসা চলছে। এখনই কিছু বলা যাচ্ছে না।

১৯ মিনিটি ৩৫ সেকেন্ড লাইভে মোতাহার বলেন- আমার লাইফে প্রচুর ডিপ্রেশন রয়েছে। তাই বেঁচে থাকার মত আশা হারিয়ে ফেলেছি। আমি যে ডিপ্রেশনে আছি এমন ডিপ্রেশনে কেউ বেঁচে থাকতে পারে না। বহুত বড় সমস্যায় আছি,বাইচা থাকার মত অবস্থা আমার নাই। সকলে আমাকে ক্ষমা করে দিবেন। এরপর বুকের ডান পাশে বন্দুক ঠেকিয়ে গুলি করেন এ পুলিশ সদস্য।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments