শুক্রবার, মে ১৭, ২০২৪
Homeসারাবাংলাআওয়ামী লীগের মনোনীত প্রার্থী রঞ্জিত সরকার কে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রঞ্জিত সরকার কে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল

আহম্মদ কবিরঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট রঞ্জিত সরকার কে স্বাগত জানাতে হাজারো নেতাকর্মীসহ উৎসব জনতাল ঢল।
বুধবার(২৯নভেম্বর)সকালে সিলেট হতে সুনামগঞ্জ পৌঁছলে,সুনামগঞ্জ-১নির্বাচনী এলাকার বিভিন্ন স্থান হতে হাজার হাজার নেতাকর্মীরা বিশাল গাড়ীর বহর নিয়ে জেলা শহর সুনামগঞ্জে গিয়ে তাকে শুভেচ্ছা ও স্বাগত জানায়।এ সময় নৌকার মাঝি কে বরণ করতে তাহিরপুর,জামালগঞ্জ,মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার প্রায় ৪হাজার মোটরসাইকেল ব্যবহার করে।
বিশাল এই গাড়ি বহর নিয়ে এডভোকেট রঞ্জিত সরকার তাহিরপুর পৌঁছে দলীয় নেতাকর্মীসহ উপস্থিত জনতার সাথে কুশল বিনিময় করে তাহিরপুর পুর্ববাজারে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস ছোবহান আখঞ্জী,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলী মরতুজা,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলছুর রহমান তারা,সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সম্মানিত সদস্য মোতাহার হোসেন শামীম,উপজেলা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন,শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিত সরকার,বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন,তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক,প্রমুখ এছাড়াও তাহিরপুর, মধ্যনগর,ধর্মপাশা ও জামালগঞ্জ নির্বাচনী এলাকার হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন আমরা সবাই ঐক্যবদ্ধ,আমাদের মধ্যে নেই কোন বিভক্তি। এ নির্বাচনে নৌকা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করবো। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা উপস্থিত নেতাকর্মীদেরকে একযোগে কাজ করে নৌকা কে বিজয়ী করার উদাত্ত আহবান জানান।
আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments