সোমবার, অক্টোবর ১৪, ২০২৪
Homeসারাবাংলাঘূর্নিঝড় মিধিলির তান্ডবে নিখোজের ১৩ দিন পর ৭ জেলে উদ্ধার, এখনো নিখোজ...

ঘূর্নিঝড় মিধিলির তান্ডবে নিখোজের ১৩ দিন পর ৭ জেলে উদ্ধার, এখনো নিখোজ ৩ ট্রলারসহ ২৫ জেলে

এ এম মিজানুর রহমান বুলেটঃ ঘূর্নিঝড় মিধিলির তান্ডবে গভীর সাগরে ডুবে যাওয়া কলাপাড়ার এফবি রহমাতুল্লাহ ট্রলারের ৭ জেলে উদ্ধার হয়েছে। নিখোজের ১৩ দিন পর শুক্রবার দুপুরে ভোলার এফবি আরাফাত নামের একটি ট্রলার তাদের কুয়াকাটায় নিয়ে আসেন। তবে এখনো নিখোজ রয়েছে রাঙ্গাবালী উপজেলার ৩ ট্রলার সহ ২৫ জেলে। এসব জেলে পরিবারে চলছে কান্নার রোল।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গত ১৭ নভেম্বর ঘূর্নিঝড় মিধিলিতে কলাপাড়া ও রাঙ্গাবালীর ৪ টি ট্রলার সহ ৩২ জেলে নিখোজ হয়। বঙ্গোপসাগরে ৪ দিন বিভিন্ন উপকরনের উপর ভাসার পর ৩০ বাম এলাকা থেকে ভোলার ১ টি ট্রলার কলাপাড়ার ৭ জেলেকে উদ্ধার করে। বর্তমানে এ সকল জেলেরা কুয়াকাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উদ্ধারকারী ট্রলারটি মাছ শিকার শেষে তীরে ফিরে ফেরায় জেলেদের ঘাটে পৌছাতে দেরি হয়েছে। নিখোজ ৩ ট্রলার সহ ২৫ জেলেকে খুজে পেতে মৎস্য বিভাগ অনুসন্ধান চালাচ্ছে।
আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments