তাসদিকুল হাসানঃ ইতালির সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ড ২০২২ এ অসাধারণ শিল্পকর্মের জন্য আন্ডার টোয়েন্টি সেক্টরে অ্যাওয়ার্ড পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মির্জা মোহাম্মদ মুন হৃদয়।
সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ড বিশ্বজুড়ে ইতালির একটি আলোকচিত্র প্রতিযোগিতা যেখানে পেশাদার ও শিক্ষার্থী আলোকচিত্র কাররা অংশগ্রহণ করতে পারে। তারা প্রতিবছরই এরকম প্রতিযোগিতার আয়োজন করে থাকে। তেমনি ২০২২ সালেও তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এমন একটি প্রতিযোগিতার কথা উল্লেখ করা হয়।
হৃদয় বলেন, ২০২২ এ আমি সিয়েনা এর অফিসিয়াল ওয়েবসাইটে এরূপ প্রতিযোগিতার কথা প্রথম জানতে পেরে আমার এই ছবিটি পাঠিয়েছিলাম। গতকাল আমার কাছে একটি মেইল আসে। সেখানে আমার পাঠানো ছবির জন্য সার্টিফিকেট দেওয়া হয় এবং ছবিটিকে অসাধারণ চিত্রকর্ম আন্ডার ২০ সেক্টরে এ্যায়ার্ডের জন্য মনোনিত করা হয়।
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে হৃদয় বলেন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমার তোলা ছবি আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে। প্রতিটা চিত্রশিল্পীর স্বপ্ন থাকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানো। আমিও স্বপ্ন পূরণের এই পথে বহুদূর এগিয়ে যেতে চাই। ভবিষ্যতে বন্যপ্রাণী নিয়ে কাজ করার ইচ্ছে আছে।